চেলসির বিপক্ষে ম্যাচের স্কোয়াডেই ছিলেন না তিনি। কিন্তু স্টামফোর্ড ব্রিজে না থেকেও যেন ছিলেন ক্রিস্টিয়ানে রোনালদো। ম্যাচের আগেও চেলসি–ম্যানচেস্টার ইউনাইটেড লড়াইয়ের আলোচনার বড় অংশ হয়ে ছিলেন পর্তুগিজ উইঙ্গার। ১–১ গোলে ড্র ম্যাচ শেষেও আলোচনায় তিনি!
ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে রোনালদোকে কাটাতে হয়েছিল বেঞ্চ গরম করে। সিটির কাছে হেরে যাওয়া সেই ম্যাচে শেষ বাঁশি বাজার আগেই মাঠ থেকে চলে গিয়েছিলেন রোনালদো। তবে সেটি আড়াল হয়ে যায় সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ এক ম্যাচে রোনালদোকে না খেলানোর সমালোচনায়।
এরপর টটেনহামের বিপক্ষে ম্যাচেও পুরোটা সময় বেঞ্চে বসে কাটাতে হয়েছিল রোনালদোকে। ২–০ গোলে জেতা ম্যাচের শেষ দিকে পর্তুগিজ তারকাকে বদলি হিসেবে মাঠে নামাতে চেয়েছিলেন কোচ এরিক টেন হাগ। কিন্তু সেটা মেনে নিতে না পেরে ম্যাচ শেষের আগেই মাঠ ছেড়ে যান রোনালদো।
রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের সাবেক তারকার এমন আচরণ মেনে নিতে পারেননি টেন হাগ। ইউনাইটেডের ডাচ কোচ প্রতিক্রিয়া দেখিয়েছেন চেলসি ম্যাচের স্কোয়াড থেকে রোনালদোকে বাদ দিয়ে।
কাল ম্যাচ শেষে রোনালদোর বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়েছিল তাঁরই স্বদেশি ইউনাইটেডের মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজকে। কিন্তু এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। ফার্নান্দেজ সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেছেন, ’আমরা এটা নিয়ে কথা বলব না। এটা আমরা ভেতরেই রাখছি। এ বিষয়ে আমরা কি করছি বা ভাবছি তা কাউকে জানতে দিচ্ছি না। ক্রিস্টিয়ানোসহ সবার কাছেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দলের জয়।’