বাংলাদেশ–লেবানন ম্যাচের একটি মুহূর্ত
বাংলাদেশ–লেবানন ম্যাচের একটি মুহূর্ত

বিশ্বকাপ বাছাই

গ্যালারিতে ঠাঁই নেই, বাংলাদেশ একাদশে চার পরিবর্তন

বসুন্ধরা কিংস অ্যারেনার সাত-আট হাজার আসন বিশিষ্ট গ্যালারি পরিপূর্ণ দর্শকে। বলা বাহুল্য, গ্যালারি ভর্তি এই দর্শকেরাই লেবাননের বিপক্ষে বাংলাদেশ দলের বড় শক্তি। বিশ্বকাপ বাছাইপর্বের চলমান ম্যাচে শক্তিশালী লেবাননের বিপক্ষে বাংলাদেশকে ভালো কিছুর প্রেরণা জোগাচ্ছে তারাই।

সন্ধ্যা পৌনে ৬টায় শুরু ম্যাচে বাংলাদেশ দল খেলতে নেমেছে চার পরিবর্তন নিয়ে। পরিবর্তন বলতে মেলবোর্নে ১৬ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ম্যাচে যে একাদশ নামিয়েছিলেন হাভিয়ের কাবরেরা, তার চারজন ছিলেন না আজকের একাদশে। রক্ষণে হাসান মুরাদের জায়গায় নামানো হয়েছে শাকিল হোসেনকে। দুই হলুদ কার্ডের কারণে এই ম্যাচে মাঠের বাইরে থাকা আরেক ডিফেন্ডার সাদ উদ্দিনের জায়গায় সুযোগ পেয়েছেন ইসা ফয়সাল।

দুই হলুদ কার্ডের কারণে আগের ম্যাচে মাঠের বাইরে থাকা উইঙ্গার রাকিব হোসেনের জায়গায় এসেছেন শেখ মোরছালিন। এ ছাড়া লাল কার্ডের কারণে অস্ট্রেলিয়া ম্যাচ খেলতে না পারা মিডফিল্ডার মজিবর রহমান জনির পরিবর্তে একাদশে ফিরেছেন সোহেল রানা জুনিয়র।

বিশ্বকাপ বাছাইয়ে লড়ছে বাংলাদেশ–লেবানন

এ প্রতিবেদন খেলা পর্যন্ত খেলা হয়েছে ২০ মিনিট। কোনো দলই তখনো গোল করতে পারেনি। তবে আক্রমণের ধার লেবাননেরই বেশি।

বাংলাদেশ একাদশ: মিতুল মারমা, শাকিল হোসেন, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, ইসা ফয়সাল, মোহাম্মদ হৃদয়,  সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, জামাল ভূঁইয়া, শেখ মোরছালিন ও ফয়সাল আহমেদ ফাহিম।