কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো চ্যাম্পিয়ন স্পেন
কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো চ্যাম্পিয়ন স্পেন

আর্জেন্টিনা–স্পেনের ফিনালিসিমা নিয়ে অনিশ্চয়তা

১৯৮৫ সালে প্রথমবারের মতো আয়োজিত হয়েছিল ফিনালিসিমা। এরপর ১৯৯৩ সালে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছিল এই ম্যাচ। লম্বা বিরতির পর ২০২২ সালে ফিরিয়ে আনা হয় ফিনালিসিমা। ইউরোপ ও দক্ষিণ আমেরিকার দুই মহাদেশীয় চ্যাম্পিয়ন নিয়ে আয়োজিত শিরোপা নির্ধারণী ম্যাচটি পরেরবার হওয়ার কথা ২০২৫ সালে অর্থাৎ আগামী বছর।

কিন্তু সেই ম্যাচটি আদৌ মাঠে গড়াবে কি না, তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। দুই মহাদেশীয় চ্যাম্পিয়নের এই ম্যাচ আয়োজন নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন আর্জেন্টাইন সংবাদকর্মী গাস্তন এদুল। এদুলের দাবি, এখন পর্যন্ত ফিনালিসিমা কবে আয়োজিত হবে, তা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। কারণ, ক্রীড়াসূচিতে এখনো উপযুক্ত কোনো তারিখ খুঁজে পাওয়া যায়নি। বিশেষ করে বিশ্বকাপের বাছাইপর্ব এবং উয়েফা নেশনস লিগের ঠাসা সূচি ফিনালিসিমার আয়োজনকে শঙ্কার মুখে ফেলে দিয়েছে।

২০২২ সালে উয়েফা এবং কনমেবলের পারস্পরিক সম্পর্ক ও সম্মতির ভিত্তিতে নতুন করে চালু করা হয় ফিনালিসিমার রোমাঞ্চকর এই ম্যাচটি। দুই মহাদেশীয় চ্যাম্পিয়নের মধ্যকার খেলা হওয়ায় এই ম্যাচ নিয়ে আকর্ষণও ছিল বেশ। দুই বছর আগের সেই ম্যাচে মুখোমুখি হয়েছিল ইউরো চ্যাম্পিয়ন ইতালি ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

লা ফিনালিসিমা জয়ের শিরোপা হাতে আর্জেন্টিনা দল
রয়টার্স

ওয়েম্বলির সেই ম্যাচে ৩-০ গোলে ইতালিকে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। এর আগে ১৯৯৩ সালের আসরেও চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। সেবার ডেনমার্ককে টাইব্রেকারে হারায় লাতিন দেশটি। এর আগে ১৯৮৫ সালের প্রথম আসরে উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফ্রান্স।

এবারের ইউরো ও কোপা শেষ হওয়ার পরই সবার চোখ ছিল ফিনালিসিমার দিকে। যেখানে মুখোমুখি হওয়ার কথা আর্জেন্টিনা ও স্পেনের। এই ম্যাচ দিয়ে প্রতিযোগিতার হ্যাটট্রিক শিরোপা জেতার সুযোগ আছে লিওনেল মেসির দলের। কিন্তু আগামী বছরের ঠাসা সূচিতে ম্যাচটি বাতিল হওয়ার শঙ্কাও থাকছে।

সামনের দিনগুলোয় আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা ব্যস্ত থাকবে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ নিয়ে এবং স্পেনের সামনে আছে উয়েফা নেশনস লিগ ও বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। ফলে ২০২৬ সাল পর্যন্ত আন্তর্জাতিক বিরতিতে ফিনালিসিমা আয়োজনের জন্য ফাঁকা দিন পাওয়ার সুযোগ খুব কম।

অনিশ্চয়তা থাকার পরও অবশ্য আশা হারাতে চান না ফুটবলপ্রেমীরা। এ ক্ষেত্রে আশাবাদী করে তুলতে পারে আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তের একটি খবর। তারা জানিয়েছে, আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন চায়, ম্যাচটি বুয়েনস এইরেসে রিভার প্লেটের মাঠ এল মনুমেন্তালে আয়োজন করা হোক। রিভাল প্লেটেরও নাকি তেমনটাই চাওয়া। এখন শেষ পর্যন্ত শঙ্কা তাড়িয়ে এই ম্যাচ মাঠে গড়ায় কি না, সেটাই দেখার অপেক্ষা।