২০২২–২৩ মৌসুমে তিনি ছিলেন উলভারহ্যাম্পটনের কোচ। উলভসের আর্থিক সমস্যার কারণে সদ্য শেষ হওয়া মৌসুম শুরুর আগেই মিডল্যান্ড ছাড়েন তিনি। এর পর থেকে চাকরিহীনই ছিলেন হুলেন লোপেতেগি। স্পেন ও রিয়াল মাদ্রিদের সাবেক কোচ আবার কোচিংয়ে ফিরছেন আগামী মৌসুম থেকে। দায়িত্ব নিচ্ছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ওয়েস্ট হামের।
ডেভিড ময়েস মৌসুমের শেষ ম্যাচের পর ওয়েস্ট হাম থেকে বিদায় নেন। তাঁর জায়গায় লোপেতেগিকে কোচ করার ঘোষণা আজ দিয়েছে লন্ডনের ক্লাবটি। ৫৭ বছর বয়সী স্প্যানিশ কোচ ওয়েস্ট হামের দায়িত্ব নেবেন ১ জুলাই থেকে।
ওয়েস্ট হামের সঙ্গে চুক্তি চূড়ান্ত হওয়ার পর লোপেতেগি বলেছেন, ‘আমরা এখানে এসেছি জোরেশোরে নিজেদের উপস্থিতি জানান দিতে। এ কারণেই আমরা এখানে এসেছি এবং এই চ্যালেঞ্জ নিয়ে রোমাঞ্চিত।’
লোপেতেগি এরপর যোগ করেন, ‘অবশ্যই আমরা ক্লাবটিকে সেরার পর্যায়ে নিয়ে যেতে এবং নিজেদের লক্ষ্য অর্জনে সাহায্য করে যাব। আমি সমর্থকদের নিশ্চিত করতে চাই যে আমাদের সব অর্জনের মূলে তাঁরা আছেন।’
ওয়েস্ট হামের যুগ্ম চেয়ারম্যান ডেভিড সুলিভান লোপেতেগির নিয়োগ নিয়ে বলেছেন, ‘সাম্প্রতিক মৌসুমগুলোয় আমাদের ইতিবাচক উন্নতি নিশ্চিত করার একটা ভালো সুযোগ এটা।’ সদ্য শেষ হওয়া মৌসুমে নবম স্থানে ছিল ওয়েস্ট হাম।