দর্শক ছিলেন কয়েক হাজার। বেশির ভাগই ছাত্রছাত্রী। উল্লাসের মিছিলে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সন্ধ্যা রাঙানো মাঠও হয়ে উঠেছিল আলোকিত। সেই একই সন্ধ্যায় আবার অন্য প্রান্তে বিষাদ ভর করেছিল। কিছুক্ষণ আগেই সেই মাঠে অনুষ্ঠিত হয়েছে ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলের ফাইনাল। ফুটবলময় বিকেলে ফাইনালে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে (এআইইউবি) ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এআইইউবির বিষাদসন্ধ্যা তাই ঢাকা পড়েছিল ‘স্বাগতিক’দের আনন্দের অন্য রকম মাত্রায়। ছবির গল্পে আসুন দেখে নিই ফাইনালের খণ্ডচিত্র—