লিভারপুলকে তৃতীয় গোলটি এনে দেওয়ার পর ডারউইন নুনিয়েজ
লিভারপুলকে তৃতীয় গোলটি এনে দেওয়ার পর ডারউইন নুনিয়েজ

অভিষেকেই গোল নুনিয়েজের, সিটিকে হারিয়ে কমিউনিটি শিল্ড লিভারপুলের

গত মৌসুমে অবিশ্বাস্য নাটকীয়তায় শেষ মুহূর্তে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছিল ম্যানচেস্টার সিটি। মৌসুমজুড়েই পয়েন্ট তালিকায় সিটির গা ঘেঁষে চলেও শেষ পর্যন্ত রানার্সআপ হয়েই থামতে হয়েছিল লিভারপুলকে। এবার কী হবে কে জানে! তবে আজ এফএ কমিউনিটি শিল্ডে লিগ চ্যাম্পিয়ন সিটিকে ৩-১ গোলে হারিয়েই ২০২২-২৩ মৌসুমে ইংলিশ ফুটবলের প্রথম ট্রফিটা ঘরে তুলেছে গত মৌসুমে এফএ কাপের চ্যাম্পিয়ন ইয়ুর্গেন ক্লপের লিভারপুল।

লিভারপুলের হয়ে গোল তিনটি করেছেন ট্রেন্ট আলেকজান্ডার-আরনল্ড, মোহাম্মদ সালাহ ও লিভারপুলের জার্সিতে প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে অভিষিক্ত ডারউইন নুনিয়েজ। সিটির একমাত্র গোলটি আরেক অভিষিক্ত হুয়ান আলভারেজের।

২১ মিনিটে লিভারপুলকে এগিয়ে যায় আলেকজান্ডার-আরনল্ডের গোলে। ৭০ মিনিটে সিটিকে সমতা এনে দেন বদলি নামা আর্জেন্টাইন ফরোয়ার্ড আলভারেজ। ৮৩ মিনিটে মোহাম্মদ সালাহর করা পেনাল্টি গোলে আবারও এগিয়ে যায় লিভারপুল। ভিএআরের রিভিউয়েই পেনাল্টিটা পায় লিভারপুল। দলবদলে হইচই ফেলা উরুগুইয়ান তারকা ডারউইন নুনিয়েজের হেড হাতে লাগে রুবেন দিয়াসের। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে হেডে নিজেই তৃতীয় গোল করেন ২৩ বছর বয়সী নুনিয়েজ। লিভারপুলের তিনটি গোলেই অবদান রেখেছেন মিসরীয় তারকা সালাহ।

লিভাপুলের দ্বিতীয় গোলটি সালাহর

আর তাতেই নিশ্চিত ১৬ বছর পর লিভারপুলের কমিউনিটি শিল্ড জয়। ১৬তম বারের মতোই মৌসুমসূচক ট্রফিটা ঘরে তুলল লিভারপুল।

আর্লিং হলান্ড না ডারউইন নুনিয়েজ,দুই নতুনের কে মাতাবেন এবারের ইংলিশ মৌসুম? সেই প্রশ্নের উত্তর পেতে এখনো যেতে হবে অনেক দূর। তবে মৌসুমের প্রথম ম্যাচে হলান্ডকে অনেকটা পেছনে ফেলে দিয়েছেন নুনিয়েজ। একটি গোল করে ও আরেকটি গোলে অবদান রেখে স্বপ্নের মতন সূচনা করেছেন নুনিয়েজ। অন্যদিকে বরুসিয়া ডর্টমুন্ড ছেড়ে সিটিতে আসা নরওয়েজীয় স্ট্রাইকার হলান্ড গোলের সুযোগ নষ্ট করেছেন বেশ কটি।

গোলের সুযোগ নষ্ট করেছেন আর্লিং হলান্ড

রেকর্ড সাড়ে ৮ কোটি পাউন্ডে পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে লিভারপুলে যোগ দেওয়া নুনিয়েজ রবার্তো ফিরিমিনোর বদলি হিসেবে মাঠে নামেন ৫৯ মিনিটে। সিটির রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করতে মোটেই সময় নেননি ২৩ বছর বয়সী তারকা। ৬০ মিনিটে নুনিয়েজের পা থেকে বল কাড়া সিটি গোলরক্ষক ৪ মিনিট পর আবার হতাশ করেন নুনিয়েজকে। জর্ডান হেন্ডারসনের দারুণ এক পাস খুঁজে নিয়েছিল নুনিয়েজকে। আগুয়ান এদেরসনের মাথার ওপর দিয়ে বলটাকে জালে পাঠাতে চেয়েছিলেন নুনিয়েজ, কিন্তু সেটি ব্রাজিলিয়ান গোলরক্ষকের মুখে লেগে প্রতিহত হয়।

শেষ পর্যন্ত কে আর মনে রাখতে গেছে এই সুযোগ নষ্টের কথা। প্রথম ম্যাচেই নুনিয়েজ প্রমাণ দিলেন সালাহর সঙ্গে তাঁর জুটিটার পাশে ভয়ংকর তকমাটা বসাতেই হবে।