রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো
রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো

ব্যালন ডি’অর

হতাশ রদ্রিগো বললেন, ‘এটা আমার প্রাপ্য ছিল’

এ বছর ব্যালন ডি’অর পুরস্কারের জন্য গত বুধবার রাতে মনোনীত ৩০ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় রিয়াল মাদ্রিদ খেলোয়াড়দের আধিক্যই বেশি। গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জেতা ক্লাবটি থেকে মনোনীত ব্যক্তিদের তালিকায় জায়গা পেয়েছেন সর্বোচ্চ ৭ জন। তবে সেখানে নাম নেই রিয়ালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগোর।

অথচ রিয়ালকে গত মৌসুমে ৩টি শিরোপা জেতাতে অন্য সতীর্থদের মতো রদ্রিগোরও অবদান কম নয়। ২৩ বছর বয়সী এই ফুটবলার ২০২৩–২৪ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের হয়ে করেছেন ১৭ গোল, গোলে সহায়তা ৯টি। কিন্তু তাঁর এই দারুণ পারফরম্যান্সও ব্যালন ডি’অরে মনোনীত হওয়ার জন্য যথেষ্ট হয়নি।

রদ্রিগোকে ব্যালন ডি’অরের শীর্ষ ৩০ জনের তালিকায় না দেখে ব্রাজিলের অনেকেই হতাশা প্রকাশ করেছেন। নেইমার যেমন বলেছেন, তিনি তাঁর জাতীয় দলের সতীর্থকে শীর্ষ পাঁচে দেখেন।

এবার বিষয়টি নিয়ে রদ্রিগো নিজেই তাঁর অনুভূতির কথা জানিয়েছেন। ইএসপিএনকে তিনি হতাশা নিয়ে বলেছেন, ‘আমার মন খারাপ হয়েছিল। আমি মনে করি, এটা আমার প্রাপ্য ছিল। ৩০ জনের তালিকায় থাকা খেলোয়াড়দের আমি ছোট করতে চাই না। কিন্তু সেখানে আমার জায়গা হতে পারত। এটা আমার জন্য বিস্ময়কর ব্যাপার ছিল...কিন্তু এটা নিয়ে আমার তেমন কিছু করার নেই, এসব ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আমি কেউ নই।’

রিয়াল মাদ্রিদের হয়ে গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগসহ তিনটি শিরোপা জিতেছেন রদ্রিগো

দলের প্রয়োজনে আক্রমণভাগের যেকোনো পজিশনে মানিয়ে নিতে পারেন রদ্রিগো। সেন্টার ফরোয়ার্ড কিংবা রাইট উইং—দুই ভূমিকাতেই সাফল্য পেয়েছেন। গতি, পাসিং, ড্রিবলিং, ফিনিশিংয়েও বেশ দক্ষ। এই যেমন গত শনিবার ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বক্সের বাইরে থেকে নেওয়া তাঁর বৃদ্ধিদীপ্ত শটেই ১–০ গোলে জিতেছে ব্রাজিল

রদ্রিগোরও দাবি, তিনি নিজের জন্য নয়, সব সময় দলের জন্য খেলেন। এই নিঃস্বার্থ নিবেদন ও বহুমুখিতাই ব্যালন ডি’অর পুরস্কারের নির্বাচনপ্রক্রিয়ায় তাঁর বিরুদ্ধে গেছে বলে মনে করেন রদ্রিগো, ‘প্রায়ই আমাকে শূন্যস্থান পূরণ করতে হচ্ছে। ওখানে কেউ নেই? রদ্রিগোকে পাঠাও। ডান প্রান্তে কেউ নেই? রদ্রিগো আছে। দলের কেউ নাম্বার নাইনকে মিস করছে? সেখানে রদ্রিগো আছে। আমার মনে হয়, এটাই কারণ। ব্যাপারগুলো কিছুটা হলেও আমার পক্ষে যেতে পারত। কিন্তু আমি দলের জন্য খেলি।’

ব্যালন ডি’অরে মনোনীত ৩০ জনের তালিকায় জায়গা না হলেও কার্লো আনচেলত্তির দলে নিজেকে একরকম অপরিহার্য সদস্য হিসেবে গড়ে তুলেছেন রদ্রিগো। কোচের চাওয়ামতো যেকোনো পজিশনে খেলতে পারেন বলেই কিলিয়ান এমবাপ্পে রিয়ালে আসার পরও একাদশে নিয়মিত জায়গা করে নিচ্ছেন।

রদ্রিগোর গোলেই গত শনিবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ জিতেছে ব্রাজিল

শনিবার ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিলকে জিতিয়ে ম্যাচসেরার স্বীকৃতি পাওয়া রদ্রিগোর সামনে এবার প্যারাগুয়ে–চ্যালেঞ্জ। বাংলাদেশ সময় আগামী বুধবার সকালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে প্যারাগুয়ের মাঠে খেলবে ব্রাজিল। সেই ম্যাচ শেষেই ব্রাজিলের রিয়াল সতীর্থদের সঙ্গে স্পেনে ফিরবেন রদ্রিগো। লা লিগায় লস ব্লাঙ্কোদের পরের ম্যাচ আগামী শনিবার রাতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে।