ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি
ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি

রোনালদোর প্রশ্ন, ‘মেসি আমার চেয়ে সেরা, এই কথা কে বলেছে’

সর্বকালের সেরার প্রশ্নে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে দুই ভাগ হয়ে যেতে দেখা যায় ফুটবল–বিশ্বকে। কারও রায় মেসির পক্ষে থাকলে কেউ এগিয়ে রাখেন রোনালদোকে। মেসি-রোনালদোর শ্রেষ্ঠত্বের এই বিতর্কে অনেক সময় কোচ ও খেলোয়াড়দেরও বিভক্ত হতে দেখা যায়।

এবার স্বয়ং রোনালদোর সামনেই উঠল এই বিতর্ক। যেখানে একজনকে রোনালদোর চেয়ে মেসিকে সেরা দাবি করতে দেখা যায়। এ সময় পাল্টা প্রশ্ন করে রোনালদো জিজ্ঞেস করেন, ‘মেসি আমার চেয়ে সেরা, এই কথা কে বলেছে?’ মেসি এবং রোনালদোকে নিয়ে এই আলাপের পুরোটাই অবশ্য হয়েছে হাস্যরসের মধ্যে।

কিছুদিন আগে নিজের ব্যক্তিগত ইউটিউব চ্যানেল নিয়ে হাজির হন রোনালদো। যেখানে তিনি জুটি বেঁধেছেন বিশ্বের সবচেয়ে বেশি সাবস্ক্রাইব হওয়া ইউটিবার মিস্টার বিস্টের সঙ্গে। এর মধ্যে তাঁরা দুজন যৌথভাবে বেশ কিছু ভিডিও প্রকাশ করেছেন। সোমবার তেমনই একটি ভিডিও পোস্ট করা হয়েছে আল নাসর তারকার চ্যানেলে।

যেখানে মার্কিন ইউটিউবারের সঙ্গে পেনাল্টি শট নেওয়ার প্রতিযোগিতায় নামেন পর্তুগিজ মহাতারকা। এ সময় রোনালদোর শট ঠেকাতে গোলপোস্টের সামনে বিস্টসহ আরও তিনজনকে দাঁড়াতে দেখা যায়। আর ভিডিওর শিরোনাম দেওয়া হয়, ‘রোনালদোকে থামাতে কতজন গোলরক্ষকের প্রয়োজন?’

সেই ভিডিওতেই এক বন্ধুর দিকে আঙুল দিয়ে ইঙ্গিত করে মিস্টার বিস্ট বলেন, ‘নোলান বলেছে, সে তোমাকে পছন্দ করে না। সে মনে করে তুমি গোট (গ্রেটেস্ট অব অল টাইম) না। সে মনে করে মেসিই সেরা। সে এটাকে (ফুটবল) সকার বলে ডাকে এবং মেসিকে সর্বকালের সেরা বলে।’ বিস্টের এ কথায় বাকি দুজনকেও সমর্থন দিতে দেখা যায়।

এই কথা শুনে প্রতিক্রিয়ায় সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা বলেন, ‘কে বলেছে মেসি আমার চেয়ে সেরা?’ এই কথা বলার পর অট্টহাসিতে মেতে উঠতে দেখা যায় রোনালদোকে। এরপর রোনালদো এসে পেনাল্টি শটও নেন এবং তিনি বলও মারেন নোলান যেদিকে দাঁড়িয়ে ছিলেন সেদিকে।

রোনালদোকে দৌড়ে আসতে দেখে ভয়ে এ সময় একরকম মাটিতেই বসে পড়েন নোলান। আর শট নিয়ে পোস্টের ওপরের কোনা দিয়ে বল জালে জড়ান রোনালদো। পেনাল্টি শেষে সবাই মিলে আল নাসর তারকার সঙ্গে ছবিও তোলেন।

ভিডিওর পরের অংশে রোনালদোর সঙ্গে দেখা যায় বিস্টকে। যেখানে বিস্ট বলেন, ‘রোনালদো আজকে আমাকে সিউ উদ্‌যাপন (রোনালদোর বিশেষ উদ্‌যাপন) করা শেখাবে।’ এরপর রোনালদো সিউ করে দেখান বিস্টকে।