দুই দশক ধরে ফুটবলে পালা করে রাজত্ব করেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। তবে তাঁদের ক্যারিয়ার এখন গোধূলিবেলার দিকে হেলে পড়েছে। তবে ইউরোপের বাইরে পথচলাটা আরেকটু দীর্ঘায়িত করবেন তাঁরা।
এরই মধ্যে অবশ্য মেসি–রোনালদোর কাছ থেকে ব্যাটন নিতে এগিয়ে এসেছেন আর্লিং হলান্ড–এমবাপ্পের। হলান্ড এখন ম্যাচপ্রতি গোল গড়ে মেসি–রোনালদোকে পেছনে ফেলে শীর্ষেও উঠে এসেছেন। এখন একনজরে শীর্ষ দশে কারা আছেন, দেখে নেওয়া যাক।
১০ ক্লাস–ইয়ান হন্টেলার (০.৫৫)
ডাচ স্ট্রাইকার ক্লাস-ইয়ান হন্টেলার নিজের সময়ের অন্যতম সেরা স্কোরারদের একজন খেলেছেন রিয়াল মাদ্রিদ ও এসি মিলানের মতো ক্লাবে। তবে নিজের সেরাটা দিয়েছেন জার্মান ক্লাব শালকেতে। তিনি যখন অবসরে যান, তখন তাঁর নামের পাশে ৭৩৭ ম্যাচে ৪০৯ গোল। যেখানে গড়ে ম্যাচপ্রতি তাঁর গোলসংখ্যা ০.৫৫।
৯ জ্লাতান ইব্রাহিমোভিচ (০.৫৮)
নিজের সময়ের অন্যতম সেরা তারকাদের একজন জ্লাতান ইব্রাহিমোভিচ। যেখানেই গেছেন, নিজের ছাপ রেখেছেন। জাতীয় দল সুইডেনের হয়েও খেলেছেন লম্বা সময় ধরে। ১৯৯৯ সালে পেশাদার ফুটবলে যাত্রা শুরু করা ইব্রা ক্যারিয়ারে ৯৮৮ ম্যাচে গোল করেছেন ৫৭৩টি। অর্থাৎ ম্যাচপ্রতি তাঁর গোলসংখ্যা ০.৫৮ করে, যা তাঁকে এ শতকে ম্যাচপ্রতি গোলের তালিকায় ৯ নম্বরে জায়গা করে দিয়েছে।
৮ লুইস সুয়ারেজ (০.৫৯)
লিওনেল মেসির সঙ্গে জুটি বেঁধে বার্সেলোনায় ম্যাচের পর ম্যাচে গোল করেছেন। লিভারপুল ও আতলেতিকো মাদ্রিদেও প্রমাণ করেছেন নিজেকে। জাতীয় উরুগুয়েকেও এনে দিয়েছেন সাফল্য। ক্যারিয়ারে ৯১৩ ম্যাচে তাঁর গোলসংখ্যা ৫৪৩ ম্যাচ। যেখানে ম্যাচপ্রতি তাঁর গড় গোল ০.৫৯।
৭. হ্যারি কেইন (০.৬১)
প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা হতে হ্যারি কেইনের গোল প্রয়োজন ছিল ৪৭টি। কিন্তু কেইন টটেনহাম ছেড়ে বায়ার্ন মিউনিখে চলে যাওয়ায় অ্যালেন শিয়ারারের সর্বোচ্চ গোলের রেকর্ডটা আপাতত অক্ষুণ্নই থাকছে। তবে ইংল্যান্ডের এই গোলমেশিন গড়ে ম্যাচপ্রতি গোলে ৭ নম্বরে জায়গা করে নিয়েছে। ৫৮৬ ম্যাচে তাঁর গোল ৩৫৫। ম্যাচপ্রতি গড় গোল ০.৬১।
৬. নেইমার (০.৬১)
ইউরোপ ছেড়ে নেইমারের ঠিকানা এখন সৌদি আরবের ক্লাব আল হিলালে। সেখানে যাত্রা শুরুর আগেই অবশ্য ম্যাচপ্রতি গোল গড়ে এই শতাব্দীতে ৬ নম্বর জায়গা দখল করেছেন নেইমার। ক্যারিয়ারে এখন পর্যন্ত ৭০৭ ম্যাচে করেছেন ৪৩৪ গোল। যেখানে তিনি গড়ে ম্যাচপ্রতি গোল করেছেন কেইনের সমান ০.৬১।
৫. রবার্ট লেভানডফস্কি (০.৭১)
সাবেক সতীর্থ টমাস মুলার রবার্ট লেভানডফস্কিকে ডাকেন লেওয়ানগোলস্কি নামে। সাম্প্রতিক সময়ে নিজেকে সবচেয়ে বিধ্বংসী স্ট্রাইকার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন লেভা। বায়ার্নের হয়ে দারুণ সাফল্যের পর এই পোলিশ স্ট্রাইকার এখন বার্সায়। ক্যারিয়ারে এখন পর্যন্ত লেভার গোল ৯০০ ম্যাচে ৬৩৬টি। আর ম্যাচপ্রতি গোলের গড় ০.৭১।
৪. কিলিয়ান এমবাপ্পে (০.৭২)
বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা কিলিয়ান এমবাপ্পে। এরই মধ্যে জাতীয় দল ফ্রান্সের হয়ে জিতেছেন বিশ্বকাপ। তাঁকে নিয়ে কয়েক মৌসুম ধরে পিএসজি ও রিয়ালের লড়াই বুঝিয়ে দেয় তাঁর সামর্থ্যও। এখন পর্যন্ত ৩৯১ ম্যাচে তাঁর গোল ২৮০। গড়ে ম্যাচপ্রতি গড় গোল ০.৭২টি।
৩. ক্রিস্টিয়ানো রোনালদো (০.৭২)
ইতিহাসের অন্যতম সেরা ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো ম্যাচপ্রতি গোলের তালিকায় ৩ নম্বরে আছেন। দুই দশক ধরে ফুটবলে নিজের রাজত্ব কায়েম করা রোনালদো ১১৭৫ ম্যাচে করেছেন ৮৪৪ গোল, যা গড় করলে হয় ০.৭২।
২. লিওনেল মেসি (০.৭৯)
সম্ভাব্য সবকিছু জিতে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি এখন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন। যেখানে এরই মধ্যে ৭ ম্যাচে তাঁর গোল ১০টি। ক্যারিয়ারে শিরোপা জিতে বৃত্ত পূরণ করা মেসি ১০৩৫ ম্যাচে করেছেন ৮১৭ গোল।
১. আর্লিং হলান্ড (০.৮)
ক্যারিয়ারে এখনো লম্বা পথ পাড়ি দেওয়া বাকি। কিন্তু এরই মধ্যে নিজেকে সময়ের সেরাদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন আর্লিং হলান্ড। গত মৌসুমে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়ে হলান্ড ভেঙেছেন একের পর এক রেকর্ডও। এখনই ম্যাচপ্রতি গড় গোলে মেসি–রোনালদোকে পেছনে ফেলে উঠেছেন শীর্ষে। ২৬৪ ম্যাচে ২১২ বার লক্ষ্যভেদ করা হলান্ডের ম্যাচ গড় গোল ০.৮।