এ লগন লেভারকুসেনের শিরোপা জয়ের, এ লগন উৎসবের

বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের টানা ১১ বছরের রাজত্বের অবসান ঘটিয়ে ২০২৩–২৪ মৌসুমের ট্রফি নিশ্চিত করেছে বায়ার লেভারকুসেন। ১৯০৪ সালে প্রতিষ্ঠিত ক্লাবটির ইতিহাসে এটিই জার্মানির শীর্ষ লিগে প্রথম ট্রফি। রোববার নিজেদের মাঠ বে অ্যারেনায় ভের্ডার ব্রেমেনকে ৫–০ গোলে উড়িয়ে লিগের ৫ ম্যাচ বাকি থাকতেই শিরোপা নিশ্চিত করেছে জাবি আলোনসোর দল। লেভারকুসেনের প্রথম শিরোপা জয়ের দিনের নানা ছবি নিয়ে এই আয়োজন—
এই পুলিশ সদস্য এসেছেন শৃঙ্খলা–নিশ্চিতের দায়িত্ব পালন করতে। তাঁর মুখেও লেভারকুসেনের মাস্ক
বাসে করে মাঠে যাচ্ছে লেভারকুসেন দল, তাদের সাদর সম্ভাষণ জানিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন সমর্থকেরা
আজই এটার মালিক হচ্ছি আমরা—খেলা শুরুর আগেই স্টেডিয়ামের বাইরে বুন্দেসলিগা ট্রফির রেপ্লিকা হাতে লেভারকুসেন সমর্থকেরা
খেলোয়াড়দের বহন করা বাস মাঠে ঢুকছে। যতটুকু পারা যায়, ফোনের ক্যামেরায় ধারণের চেষ্টা সমর্থকদের
ম্যাচের ৬০ মিনিটে গ্রানিত শাকার গোল, লেভারকুসেনের দ্বিতীয়। শিরোপা উৎসব যেন শুরু হয়ে যায় তখনই
ম্যাচ শেষের বাঁশি বাজেনি। কিন্তু মাঠে নেমে উৎসবের তর সইছিল না তাদের। নিরাপত্তাবেষ্টনী ভেঙে মাঠে নেমে পড়ল লেভারকুসেনের সমর্থকেরা
৮৯ মিনিটে লেভারকুসেনের পঞ্চম গোলের পর চারপাশের গ্যালারি থেকে দর্শকের ঢল নামে মাঠে। খেলা শেষ ঘোষণা করা হয় সেখানেই
কনসার্ট বা জনসভার মাঠ নয়, লেভারকুসেন সমর্থকদের উৎসবের আঙিনা
জাবি আলোনসোকে রাজার স্বীকৃতি লেভারকুসেন সমর্থকদের
উৎসবের মঞ্চে শিশুদেরও নিয়ে এসেছিলেন বাবারা
স্টেডিয়ামের স্ক্রিনে জার্মান ভাষার ঘোষণা—‘আমরা জার্মান চ্যাম্পিয়ন’
মাঠভরা দর্শকের সামনে এলেন তাদের ‘কিং’, জাবি আলোনসো