গোলের সুযোগ নষ্টের পর রবার্ট লেভানডফস্কির হতাশা
গোলের সুযোগ নষ্টের পর রবার্ট লেভানডফস্কির হতাশা

এবার এগিয়ে গিয়েও জিততে পারল না বার্সেলোনা

ভ্যালেন্সিয়া ১–১ বার্সেলোনা

হঠাৎ কী এমন হলো বার্সেলোনার যে, ঘরের মাঠ–পরের মাঠ সবখানেই জিততে ভুলে গেল!

উয়েফা চ্যাম্পিয়নস লিগে তিন দিন আগে ‘অচেনা’ অ্যান্টওয়ার্পের মাঠে ৩–২ গোলে হেরেছিল বার্সা। তার আগে লা লিগার এবারের মৌসুমের চমক জিরোনার কাছে ঘরের মাঠে ধরাশায়ী হয়েছিল ৪–২ ব্যবধানে। ওই দুই ম্যাচেই আগে গোল খেয়েছিল বার্সা। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি।

তবে আজ লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে এগিয়ে গিয়েছিল বার্সা। নিজেরা না পারলেও এবার তারা প্রতিপক্ষকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দিয়েছে। এবারও তাই পয়েন্ট হারিয়ে ফিরতে হচ্ছে স্প্যানিশ চ্যাম্পিয়নদের।

ভ্যালেন্সিয়ার মাঠ মেস্তায়ায় স্বাগতিকদের সঙ্গে ১–১ গোলে ড্র করেছে বার্সা। ম্যাচের দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৫৫ মিনিটে রাফিনিয়ার ক্রস থেকে কাতালান ক্লাবটিকে এগিয়ে দেন ফাঁকায় দাঁড়িয়ে থাকা জোয়াও ফেলিক্স। ৭০ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া জোরালো শটে সমতা আনেন ভ্যালেন্সিয়ার হুগো গিয়ামোন।

লিগে এ নিয়ে সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই প্রতিপক্ষের মাঠে জিততে ব্যর্থ হলো বার্সা। তবে আজ ভ্যালেন্সিয়ার বিপক্ষে পয়েন্ট হারিয়েও এক ধাপ এগিয়ে তিনে উঠে এসেছে জাভির দল। অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হেরে চারে নেমে গেছে আতলেতিকো মাদ্রিদ। এই মুহূর্তে বার্সার পয়েন্ট ৩৫, আতলেতিকোর ৩৪। চমক জাগানো জিরোনা ৪১ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। ৩৯ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদের অবস্থান দুইয়ে। তবে শীর্ষ চার দলের মধ্যে বার্সা এক ম্যাচ বেশি খেলেছে। তিন দলের তাই বার্সার সঙ্গে ব্যবধান বাড়িয়ে নেওয়ার ও টপকে যাওয়ার সুযোগ আছে।

মূলত গোল মিসের খেসারত দিতে হচ্ছে বার্সাকে। গোছানো ফুটবল খেললেও আক্রমণগুলো প্রতিপক্ষের ডি বক্সে গিয়ে সাফল্যের মুখ দেখছে না। বার্সার মূল স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি বিপক্ষের রক্ষণে ভীতি ছড়াতে ব্যর্থ। এ মৌসুমে লিগে ১৫ ম্যাচে ৮ গোল করেছেন, যা তাঁর সঙ্গে বড্ড বেমানান। সর্বশেষ চার ম্যাচে গোল পেয়েছেন একটি। আজও একাধিক সুযোগ নষ্ট করে হতাশায় মুষড়ে পড়েছেন। ফেলিক্সের গোলে বলের জোগান দেওয়া রাফিনিয়াও লিগের নিজের সর্বশেষ গোল পেয়েছেন সেই সেপ্টেম্বরে।

ফেলিক্সের গোলে এগিয়ে গিয়েছিল বার্সা। তবে দলটির আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি

অথচ বল দখল, পাসিং, লক্ষ্যে শটে এগিয়ে ছিল বার্সাই। কিন্তু ফিনিশিং ঘাটতির জন্যই পয়েন্ট হারাতে হলো। আজ ম্যাচ শেষে ফুটবলের পরিসংখ্যান ও পরিজ্ঞান বিষয়ক ওয়েবসাইট সোফাস্কোর জানিয়েছে, এ মৌসুমে ইউরোপের শীর্ষ ৫ ঘরোয়া লিগের ৯৬ দলের মধ্যে বার্সা সবচেয়ে বেশি গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করেছে। ৬৪টি বড় সুযোগের মধ্যে ৪৪টিতেই গোল করতে ব্যর্থ হয়েছেন কাতালান ক্লাবটির খেলোয়াড়রা। শতাংশের হিসেবে সফল হয়েছেন মাত্র ৩১.২৫% ক্ষেত্রে।

এই অচলায়তন দ্রুত ভাঙতে না পারলে সামনে আরও দুঃসময় আসতে পারে বার্সার।