প্রাক্–মৌসুম প্রস্তুতি নিতে আগামীকাল জাপানে যাচ্ছে পিএসজি। এর আগে নবনির্মিত পোইসি ট্রেনিং গ্রাউন্ডে স্বদেশি ক্লাব লা হার্ভের বিপক্ষে খেলবে। পিএসজির প্রীতি ম্যাচটি আজ রাতেই। অথচ কয়েক ঘণ্টা আগেও দলটির প্রথম পছন্দের গোলরক্ষকের খোঁজ মিলছিল না।
মিলবে কী করে, জিয়ানলুইজি দোন্নারুম্মা ও তাঁর প্রেমিকা আলেসিয়া এলিফান্তেকে যে বেঁধে রেখেছিল সশস্ত্র ডাকাত দল! আজ ভোররাতে প্যারিসের অষ্টম আরোঁদিসেমেন্ত এলাকার নিজ ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। ডাকাতেরা গয়না, ঘড়ি ও চামড়ার তৈরি বিলাসবহুল পণ্য নিয়ে গেছে। সব মিলিয়ে দোন্নারুম্মা পরিবারের ক্ষতি হয়েছে ৫ লাখ ইউরোর মতো, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬ কোটি ৪ লাখ টাকা। ফরাসি সংবাদমাধ্যম ‘অ্যাকচু১৭’ এ তথ্য দিয়েছে।
ডাকাতদের হাত থেকে ছাড়া পেয়েই পার্শ্ববর্তী এক হোটেলে আশ্রয় নেন দোন্নারুম্মা ও এলিফান্তে। হোটেল কর্মীরা ঘটনা জানার পর এলার্ম বাজান। এরপর দোন্নারুম্মা ও এলিফান্তেকে জরুরি হাসপাতালে নেওয়া হয়।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দোন্নারুম্মা সামান্য আহত হলেও তাঁর প্রেমিকার কোনো ক্ষতি হয়নি। বিআরবি (দস্যুতা দমন ব্রিগেড) নামে ফরাসি পুলিশের বিশেষ ইউনিট জড়িত ব্যক্তিদের ধরার চেষ্টা করছে। তদন্তও শুরু হয়েছে।
পুলিশের বক্তব্য, রাজধানীর (প্যারিসের) অষ্টম আরোঁদিসেমেন্তের আপমার্কেটে দোন্নারুম্মার বাসভবনে জোরপূর্বক ঢুকে তাণ্ডব চালায় একদল ডাকাত। এ সময় তিনি কিছুটা আহত হয়েছেন। তাঁকে সঙ্গীসহ বেঁধে রাখা হয়েছিল। ঘটনার পর তাঁদের শঙ্কিত দেখাচ্ছিল।
ডাকাতির ঘটনায় পিএসজির এক মুখপাত্র বলেছেন, ‘আমাদের দৃঢ় বিশ্বাস অপরাধীদের দ্রুতই আটক করে বিচারের আওতায় আনা হবে।’ দোন্নারুম্মা ডাকাতির শিকার হলেও আগামীকাল দলের সঙ্গে জাপানে যাবেন বলে নিশ্চিত করেছেন সাংবাদিক ফাব্রিজিও রোমানো। তবে আজ লা হার্ভের বিপক্ষে খেলবেন কি না, সে ব্যাপারে কিছু জানাননি।
দোন্নারুম্মা না খেললে পিএসজিকে হয়তো আলেক্সান্দার লেতেলিয়েকে নামিয়ে দিতে হবে। লেতেলিয়ে ছাড়া প্যারিসের ক্লাবটির স্কোয়াডে যে আর কোনো গোলরক্ষক নেই!
গত মৌসুমে কেইলর নাভাসকে ধারে নটিংহাম ফরেস্টে পাঠিয়েছিল পিএসজি। মৌসুম শেষে নাভাসের ফেরার কথা থাকলেও চোটের কারণে মাঠের বাইরে আছেন। জাতীয় দল কোস্টারিকার হয়ে কনকাকাফ গোল্ড কাপেও খেলতে পারেননি নাভাস। আরেক গোলরক্ষক সের্হিও রিকো গত মে মাসে স্পেনে ঘৌড়দৌড়ে অংশ নিতে গিয়ে উল্টো দিক থেকে আসা ঘোড়ার সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন। ১৯ দিন কোমায় থাকার পর সম্প্রতি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
পিএসজি খেলোয়াড়দের বাড়িতে চুরি ও ডাকাতির ঘটনা নতুন কিছু নয়। এর আগে নেইমার, আনহেল দি মারিয়া, মার্কিনিওস, থিয়াগো সিলভা, মাউরো ইকার্দি, দানি আলভেস, প্রেসনেল কিম্পেম্বে, এরিক ম্যাক্সিম চুপো–মোটিংরা প্যারিসের বাড়িতে ডাকাতির শিকার হয়েছেন।
ইতালিকে ২০২০ ইউরো জেতাতে বড় অবদান রেখেছিলেন দোন্নারুম্মা। পেয়েছিলেন আসরের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি। এরপরই তাঁকে এসি মিলান থেকে নিয়ে আসে পিএসজি। ক্লাবটির সঙ্গে ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তি আছে তাঁর। যদিও এবারের গ্রীষ্মকালীন দলবদলেই ২৪ বছর বয়সী গোলরক্ষকের প্যারিস ছাড়ার জোর গুঞ্জন চলছে।