আর্সেনালকে প্রথম গোলটি এনে দেন বুকায়ো সাকা
আর্সেনালকে প্রথম গোলটি এনে দেন বুকায়ো সাকা

উল্ভসকে হারিয়ে সিটির চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল

বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের খেলায় ফরাসি ক্লাব লাঁসকে রীতিমতো উড়িয়ে দিয়েছিল আর্সেনাল। প্রথমার্ধে পাঁচ গোলসহ মিকেল আরতেতার দল জিতেছিল ৬-০ ব্যবধানে। আজ উলভারহ্যাম্পটন সামনে পেয়ে শেষ ম্যাচের ছন্দটাই টেনে এনেছেন বুকায়ো সাকা-মার্টিন ওডেগার্ডরা। ১৩ মিনিটের মধ্যেই উল্ভসের জালে বল পাঠান এ দুজন।

শেষ পর্যন্ত অবশ্য এ দুই গোল নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে আর্সেনালকে। তাতে অবশ্য আরতেতার দলের আসল অর্জন ঢাকা পড়েনি। উল্ভসের বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছেন ওডেগার্ডরা। এ জয়ে প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকায় শীর্ষস্থান আরও সংহত করেছে আর্সেনাল। ১৪ ম্যাচ শেষে গানারদের পয়েন্ট ৩৩। যা দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ৪ বেশি। যার অর্থ, আগামীকাল সিটি যদি টটেনহামকে হারায়ও, শীর্ষেই থাকবে আর্সেনাল।

এমিরেটসের ম্যাচটিতে আর্সেনাল প্রথম গোল পায় ষষ্ঠ মিনিটে। তাকেহিরো তোমিয়াসুর কাছ থেকে বল পেয়ে বক্সে জটলার ভেতর থেকে বল জালে জড়ান বুকায়ো সাকা। ১৩তম মিনিটে স্কোরলাইন ২–০ করেন ওডেগার্ড। আলেক্সান্ডার জিনচেঙ্কোর বাড়ানো বলে বক্সের কিনার থেকে নিচু শটে বল জালে পাঠান গানার অধিনায়ক।

গোলের পর ওডেগার্ডের উদ্‌যাপন

প্রথমার্ধের বাকি সময়ে বা দ্বিতীয়ার্ধে আর কোনো গোল করতে পারেনি আর্সেনাল। ৮৬ মিনিটে উল্ভসের হয়ে একটি গোল শোধ দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যাথিউস কুনিয়া।

১৪ ম্যাচে আর্সেনালের পয়েন্ট এখন ৩৩। এক ম্যাচ কম খেলে সিটির পয়েন্ট ২৯।