অলিম্পিক বাছাইয়ের বাঁচা–মরার ম্যাচে ব্রাজিলকে বিদায় দিয়ে প্যারিস অলিম্পিকের টিকিট কাটে আর্জেন্টিনা। এই জয়ের পর থেকেই আলোচনায় অলিম্পিকে লিওনেল মেসির খেলা না খেলার বিষয়টি। অলিম্পিকে সাধারণত অনূর্ধ্ব–২৩ দলের খেলোয়াড়েরা খেললেও কোচ চাইলে তিনজন সিনিয়র খেলোয়াড় দলে রাখতে পারেন। সেই তিনজনের একজন হয়ে মেসি খেলবেন কি না, তা নিয়েই ছিল যত আলোচনা।
এর আগে মেসি নিজেও অলিম্পিকে খেলার কথা বলেছিলেন। অলিম্পিকে টিকিট পাওয়ার পর মেসিকে চাওয়ার কথা বলেছেন আর্জেন্টিনা কোচ হাভিয়ের মাচেরানো ও অধিনায়ক থিয়াগো আলমাদাও। তবে মেসি যদি অলিম্পিক খেলতে আসেন, তাঁকে দুয়ো দেওয়ার জন্য পিএসজি সমর্থকদের আহ্বান জানিয়েছেন ক্লাবটির সাবেক তারকা জেরোম রোথেন। এ সময় পিএসজিতে খেলার সময় মেসি সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারেননি বলেও মন্তব্য করেছেন তিনি।
এর আগেও একাধিকবার মেসিকে সমালোচনার তিরে বিদ্ধ করেছেন রোথেন। এমনকি মেসিকে পিএসজিতে আনার সিদ্ধান্ত ভুল ছিল বলেও মন্তব্য করেছিলেন সাবেক এই উইঙ্গার। এবার ফের মেসিকে নিয়ে কথা বলেছেন রোথেন, ‘সে যা দেয়নি, তা আমাদের ভুলে যাওয়া উচিত হবে না। একজন ফ্রেঞ্চ এবং প্যারিসিয়ান হিসেবে আর্জেন্টিনা দলের সঙ্গে তাকে প্যারেড করতে দেখতে চাই কি না? দুই বছর ধরে মেসি আমাদের সঙ্গে যা করেছে, তার জবাবে তাকে দুয়ো দিন।’
পিএসজিতে মেসি প্রত্যাশা পূরণ করতে পারেননি উল্লেখ করে তিনি আরও বলেছেন, ‘সে বলেছে প্যারিসে থাকাটা তার জন্য বিপর্যয়ের মতো ছিল এবং সে মনে করে এখানে প্রাপ্য অভ্যর্থনা পায়নি। নির্বোধ! নেইমারের মতো তাকেও আইফেল টাওয়ারের উর্ধ্বে জায়গা দেওয়া হয়েছিল। যখন সে এসেছিল, প্রত্যেক ফরাসি নাগরিক তাকে সম্মান দেখিয়েছিল। এর পরিবর্তে আমরাও সম্মান প্রত্যাশা করেছিলাম, যা মেলেনি।’
বিশ্বকাপ জেতার পর ক্লাবের কাছ থেকে যথাযথ অভ্যর্থনা পাননি বলে মন্তব্য করেছিলেন মেসি। মেসির এই চাওয়া বাড়াবাড়ি ছিল বলে মনে করছেন রোথেন, ‘ছুটির দিনগুলোতে সে কখনো পুরোপুরিভাবে প্যারিসকে উপভোগ করেনি এবং তার পারফরম্যান্স আমরা যেমনটা চেয়েছিলাম, তেমনটা হয়নি। আমরা শুনেছি, বিশ্বকাপ জেতার পর তাঁকে উষ্ণভাবে বরণ করা হয়নি। তুমি ফাইনালে ফ্রান্সকে হারিয়েছ! তার এটা আশা করা উচিত ছিল না যে তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হবে।’