ইতালিয়ান লিগ সিরি ‘আ’তে এসি মিলান-উদিনেসে ম্যাচে ২৬ মিনিটের খেলা চলছিল তখন। খেলা থামিয়ে হঠাৎই রেফারির দিকে এগিয়ে যেতে দেখা গেল এসি মিলান গোলকিপার মাইক মাইনিয়ঁকে। রেফারিও তাঁর ডাকে সাড়া দিয়ে ছুটে এলেন। অঙ্গভঙ্গী দেখে বোঝা যাচ্ছিল, রেফারিকে বর্ণবাদী আচরণ নিয়ে অভিযোগ জানাচ্ছেন মাইনিয়ঁ। অভিযোগ জানানোর মধ্য দিয়ে তখনকার মতো শেষ হয় ঘটনাটি। এরপর ৩১ মিনিটে রুবেন লুফটাস-চেকের গোলে উদিনেসের মাঠে ১-০ ব্যবধানে এগিয়ে যায় মিলান।
এই গোলের পরই আবার দৃশ্যপটে মাইনিয়ঁ। এবার খেলা থামিয়ে বিক্ষুব্ধ হয়ে অভিযোগ করতে করতে বেরিয়ে যান মাঠ থেকে। সাইডলাইনে কিছু সময় সতীর্থদের সঙ্গে দাঁড়িয়ে মাইনিয়ঁ চলে যান টানেলের দিকে। কেউ কেউ এ সময় তাঁকে ফেরানোর চেষ্টা করেন। কিন্তু কারও ডাকে সাড়া দেননি ফরাসি গোলরক্ষক। ঢুকে পড়েন টানেলে। টানেল থেকে কর্মকর্তারা শেষ পর্যন্ত ফিরিয়ে আনেন মাইনিয়ঁকে।
সব মিলিয়ে ১০ মিনিট বন্ধ থাকার পর আবার শুরু হয় খেলা। শেষ পর্যন্ত ৩-২ গোলে ম্যাচটি জেতে মিলান। এ জয়ের পর ২১ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে তালিকার তিনে আছে মিলান। কিন্তু ম্যাচ শেষে জয়-পরাজয় ছাপিয়ে আলোচনায় ছিল মাইনিয়ঁর সঙ্গে হওয়া বর্ণবাদী আচরণ এবং তাঁর মাঠ ছেড়ে যাওয়ার ঘটনা।
ম্যাচ শেষে ২৪ বছর বয়সী মাইনিয়ঁ সংবাদমাধ্যমকে বলেন, ‘তারা বানরের মতো করে চিৎকার করছিল। আমি বলেছি, আমরা এভাবে ফুটবল খেলতে পারি না। এমন ঘটনা আমার সঙ্গে এই প্রথম হয়নি। তাদের কঠোর নিষেধাজ্ঞা দিতে হবে। কারণ, কথা দিয়ে কিছুই হয় না। আমাদের বলতে হবে যে তারা যা করছে, তা ভুল। সব দর্শক এমন নয়। বেশির ভাগ দর্শক তাদের দলকে সমর্থন করবে, আপনাকে নিয়ে ঠাট্টা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেটা এভাবে নয়।’
এ ঘটনা নিয়ে এসি মিলান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বিবৃতি দিয়েছে। সেখানে তারা লিখেছে, ‘আমাদের খেলায় বর্ণবাদের কোনো জায়গা নেই। আমরা আতঙ্কিত। মাইক, আমরা তোমার সঙ্গে আছি।’ মন্তব্যে মিলানের নগর প্রতিদ্বন্দ্বী ইন্টারও মাইনিয়ঁর পাশে দাঁড়ানোর কথা বলে। তারা লিখেছে, ‘আমরা যেকোনো ধরনের বৈষম্যের বিরুদ্ধে। তোমাদের পাশে আছি।’
বিষয়টি নিয়ে বিবৃতিতে ফিফাও। বিবৃতিতে বলা হয়েছে, ‘তিনটি প্রক্রিয়া (ম্যাচ থামানো, ম্যাচ পুনরায় থামানো, ম্যাচ বাতিল) তো অনুসরণ করতেই হবে, এ ছাড়া যে দলের সমর্থকেরা বর্ণবাদী আচরণ করবে সেই দলটি ম্যাচ ছেড়ে দিয়েছে ধরে নিয়ে প্রতিপক্ষকে জয়ী ঘোষণা করা হবে। পাশাপাশি যারা বর্ণবাদী আচরণ করবে তাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগও আনতে হবে।’
মাইনিয়ঁর সঙ্গে হওয়া বর্ণবাদী আচরণের প্রতিবাদ জানিয়েছেন তাঁর স্বদেশি ও ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘তুমি একা নও মাইক মাইনিয়ঁ। আমরা সবাই তোমার সঙ্গে আছি। এখনো একই সমস্যা চলছে, এখনো কোনো সমাধান নেই। অনেক হয়েছে! বর্ণবাদকে না বলুন।’