ফটো ফিচার

লিটনের ‘ফেরা’ আর মেসি–ম্যারাডোনা থেকে একজনকে বেছে নিতে বললেন জামাল

অনুশীলনে ফিরেছেন লিটন দাস। মেসি-ম্যারাডোনার দেয়ালচিত্রের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন জামাল ভূঁইয়া। সম্পর্কের ১১ বছর পূর্তি উদ্‌যাপন করছেন স্প্যানিশ ফুটবল কিংবদন্তি সের্হিও রামোস। আর চতুর্থ সন্তানের বাবা হলেন হ্যারি কেইন। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া খেলার তারকাদের নির্বাচিত ছবি—
স্ত্রী লাইস মোরায়েসের সঙ্গে সময়টা ভালোই উপভোগ করছেন ম্যান সিটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এদেরসন
ছবি: ইনস্টাগ্রাম
ফক্স ক্রিকেটে ধারাভাষ্যকার হিসেবে যোগ দিয়েছেন উসমান খাজা। সেখানে তিনি পেয়েছেন কিংবদন্তি অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্টকে। একে অপরকে পেয়ে দারুণ উচ্ছ্বসিত তাঁরা
ছবি: ইনস্টাগ্রাম
সম্পর্কের ১১ বছর পূর্তি উদ্‌যাপন করছেন স্প্যানিশ ফুটবল কিংবদন্তি সের্হিও রামোস ও তাঁর স্ত্রী পিলার রুবিও। বাকি জীবনও একসঙ্গে উপভোগ করে যাবেন বলে জানিয়েছেন রামোস
চতুর্থ সন্তানের বাবা হলেন হ্যারি কেইন। ছেলেকে বুকে জড়িয়ে ধরার ছবি পোস্ট করে কেইন লিখেছেন, ‘পৃথিবীতে স্বাগত হেনরি এডওয়ার্ড কেইন।’
মাঠে সময়টা ভালো না গেলেও প্রেমিকা জর্জিনা রদ্রিগেজের সঙ্গে সময়টা ভালোই কাটছে ক্রিস্টিয়ানো রোনালদোর
এশিয়া কাপ সামনে রেখে অনুশীলনে ফিরেছেন লিটন দাস। ব্যাটিং অনুশীলনের ফাঁকে সতীর্থদের সঙ্গে ছবিও তুলেছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান
আর্জেন্টাইন ক্লাব সোল দে মায়োতে যোগ দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। এখনো তিনি আর্জেন্টিনাতেই আছেন। সেখানেই মেসি-ম্যারাডোনার দেয়ালচিত্রের সামনে দাঁড়িয়ে তুলেছেন ছবি। ক্যাপশনে লিখেছে, ‘এক ফ্রেমে দুই মহান তারকা। আপনি কাকে বেছে নেবেন?’