মাঠে চেলসির সাম্প্রতিক পারফরম্যান্স মোটেও ভালো নয়। সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ আট ম্যাচে মাত্র একটিতে জিতেছে। তবে লন্ডনের ক্লাবটির নতুন মালিক টড বোহলি মাঠের বাইরে ভালোই খেলা দেখাতে শুরু করেছেন।
বোহলির এ খেলা ফুটবলারদের দলবদল নিয়ে। শুরুটা করেছেন কাতার বিশ্বকাপে সেরা উদীয়মান খেলোয়াড় এনজো ফার্নান্দেজকে দিয়ে। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডারকে বেনফিকা থেকে ছাড়িয়ে নিতে ১২০ মিলিয়ন ইউরো (১ হাজার ৩০৮ কোটি ৬৭ লাখ টাকার বেশি) দিতেও রাজি ছিলেন বোহলি। সেই মানুষই পরে দিয়েছেন পিছুটান।
ব্যাপার অনেকটা গাছে তুলে মই সরিয়ে নেওয়ার মতো। বোহলি চড়া দাম হাঁকানোয় ফার্নান্দেজকে পাওয়ার আশা ছেড়ে দেয় লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবগুলো। বোহলির ‘ধোঁকাবাজি’ পরে বুঝতে পেরেছে সবাই।
আতলেতিকো মাদ্রিদ থেকে জোয়াও ফেলিক্সকে ধারে নিতে গিয়েও একই রকম চাল চেলেছেন চেলসির মার্কিন কর্ণধার বোহলি। পর্তুগিজ ফরোয়ার্ডকে মৌসুমে বাকি সময়ের জন্য পেতে ১১ মিলিয়ন ইউরো (১২৩ কোটি টাকার বেশি) দিতে চান বোহলি।ফেলিক্সকে পাওয়ার দৌড়ে ইউনাইটেড তো ছিলই, সঙ্গে যোগ দিয়েছিল আর্সেনাল। ইংল্যান্ডের পরাশক্তি ক্লাব দুটি ভেবেছিল, এনজো ফার্নান্দেজের মতো ফেলিক্সের বেলায়ও হয়তো চড়া দাম হাঁকিয়ে সরে যাবে চেলসি। তবে ‘ব্লুজ’রা এবার সে কাজ করেনি। ১২৩ কোটি টাকা পরিশোধ করে ফেলিক্সকে ছয় মাসের জন্য স্ট্যামফোর্ড ব্রিজে নিয়ে আসছে চেলসি।
আতলেতিকোর সঙ্গে মৌখিক সমঝোতায় পৌঁছেছে চেলসি। সব ঠিক থাকলে আজকালের মধ্যেই আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হবে। গত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ইউরোপীয় দলবদলের বাজারে বিশ্বস্ত নাম সাংবাদিক ফাব্রিজিও রোমানো। ছন্দে না থাকায় ফেলিক্সকে চেলসিতে পাঠাতে দ্বিতীয়বার ভাবেনি স্প্যানিশ ক্লাব আতলেতিকো।
লা লিগায় এ মৌসুমে মাত্র চার গোল করেছেন ২৩ বছর বয়সী ফরোয়ার্ড। কাতার বিশ্বকাপেও আহামরি কিছু করে দেখাতে পারেননি। ৪ ম্যাচে গোল পেয়েছেন একটি।
চ্যাম্পিয়নস লিগ ছাড়া আর কোনো টুর্নামেন্টেই ভালো অবস্থানে নেই চেলসি। তিন দিনের ব্যবধানে ম্যানচেস্টার সিটির কাছে দুবার হেরেছে পশ্চিম লন্ডনের ক্লাবটি। কোচ গ্রাহাম পটারের চাকরি টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে।
এর মধ্যেই শীতকালীন দলবদলে দাভিদ দাতরো ফোফানা ও বেনোঁয়া বাদিয়াশিলকে কিনেছে তারা। ফেলিক্স হতে যাচ্ছেন এ বছর স্ট্যামফোর্ড ব্রিজে আসা তৃতীয় খেলোয়াড়। প্রিমিয়ার লিগে চেলসির পরের ম্যাচ প্রতিবেশী ক্লাব ফুলহামের বিপক্ষে। ১৭ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দশে আছে ‘ব্লুজ’রা।