জুটিটা ছিল ‘আইকনিক’—জার্মানি জাতীয় ফুটবল দল ও জার্মানির ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাসের। ফুটবল–সমর্থকেরা কয়েক প্রজন্ম তাদের একসঙ্গেই দেখে এসেছেন।
জার্মানি জাতীয় দলের জার্সি এবং খেলার অন্যান্য সরঞ্জামে বিখ্যাত সেই তিনটি স্ট্রাইপ। বলা হচ্ছে জার্মানি জাতীয় ফুটবল দলের এত দিনের স্পনসর অ্যাডিডাসের কথা। এত দিন কথাটা বলার কারণ, জুটিটা ভেঙে যাচ্ছে!
যুক্তরাষ্ট্রের ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকি ২০২৭ সাল থেকে জার্মানি জাতীয় দল এবং বয়সভিত্তিক দলগুলোর সব পর্যায়ে খেলাধুলার সরঞ্জাম সরবরাহ করবে। গতকাল এ ঘোষণা দিয়েছে জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি)। এই চুক্তির মেয়াদ ২০৩৪ সাল পর্যন্ত। জার্মানির সব পর্যায়ের জাতীয় দল পঞ্চাশের দশক থেকে অ্যাডিডাসের খেলাধুলার সরঞ্জাম ব্যবহার করে আসছিল।
জার্মানির নুরেমবার্গ শহরের কাছাকাছি অঞ্চল হের্ৎগেনাউরাখে অ্যাডিডাসের সদর দপ্তর। ১৪ জুন থেকে শুরু হতে যাওয়া ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ সামনে রেখে অ্যাডিডাসের সদর দপ্তরকে নিজেদের ‘টিম বেস’ হিসেবে ব্যবহার করছে জার্মানি ছেলেদের জাতীয় দল। ডিএফবির এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই অ্যাডিডাস কর্তৃপক্ষের অবাক হওয়ার কথা। কারণ, দুই পক্ষের মধ্যে সম্পর্ক অনেক বছরের, আর সেটি ছিন্ন করে ডিএফবি কি না নতুন স্পনসর হিসেবে বেছে নিয়েছে অ্যাডিডাসেরই চিরপ্রতিদ্বন্দ্বী নাইকিকে!
তবে এখনো অ্যাডিডাসের পক্ষ থেকে সেভাবে কিছু বলা হয়নি। গতকাল সংক্ষিপ্ত বিবৃতিতে অ্যাডিডাসের পক্ষ থেকে শুধু বলা হয়েছে, ‘ডিএফবি আজ (কাল) আমাদের জানিয়েছে, ২০২৭ সাল থেকে অ্যাসোসিয়েশন নতুন সরবরাহক পাবে।’
ব্যাপারটা বার্লিন প্রশাসনে সম্ভবত বড় ধাক্কা দিতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। জার্মানির ভাইস চ্যান্সেলর রবার্ট হাবেক এ নিয়ে বার্তা সংস্থা এএফপিকে পাঠানো বিবৃতিতে বলেছেন, ‘তিনটি স্ট্রাইপ (অ্যাডিডাসের ট্রেডমার্ক) ছাড়া জার্মানির জার্সি আমি কল্পনাই করতে পারি না। আমার কাছে অ্যাডিডাস এবং কালো–লাল–সোনালি (জার্সি) সব সময়ের জন্য সমার্থক। এত দিনের এই জুটি জার্মানির পরিচয়ের অংশ।’
জার্মানির অর্থনীতি এবং অভ্যন্তরীণ ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো কঠিন সময় পার করছে। এর মধ্যে জাতীয় দলের সঙ্গে যুক্তরাষ্ট্রের নাইকির জুটি বাঁধাকে মেনে নিতে পারছেন না হাবেক। স্পষ্ট করেই তিনি বলেছেন, ‘জার্মান ফুটবল ফেডারেশনের কাছ থেকে আরেকটু দেশপ্রেম আশা করেছিলাম।’
জার্মানি ছেলেদের জাতীয় দলের জেতা চারটি বিশ্বকাপ, তিনটি ইউরো শিরোপা অ্যাডিডাসের সঙ্গে পথচলাতেই। জার্মানির মেয়েদের জাতীয় দলও দুটি বিশ্বকাপ ও আটটি ইউরো শিরোপা জিতেছে অ্যাডিডাসকে সঙ্গে নিয়েই।
ডিএফবি অবশ্য নাইকির সঙ্গে সম্পর্কে জড়ানোর ব্যাপারে আত্মপক্ষ সমর্থন করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ বিবৃতি দিয়েছে, ‘আবেগটা আমরা বুঝি। অ্যাসোসিয়েশন হিসেবে আমাদের জন্যও এটা বিরাট পরিবর্তন। কারণ, ৭০ বছরের বেশি সময়ব্যাপী এই অংশীদারত্বকে রাঙিয়ে দিয়েছে অনেক বিশেষ মুহূর্ত এবং সেসবের ইতিও ঘটল। আমরাও যে খুব স্বস্তি বোধ করছি, তা নয়।’
বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানিতে ফুটবলের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্তটি নিয়েছে ডিএফবি। জার্মানিতে প্রায় ২৪ হাজার ক্লাব এবং ২২ লাখ সক্রিয় ফুটবলার আছেন। ডিএফবি জানিয়েছে, তারা সদস্য ক্লাব ও খেলোয়াড়দের একদম তৃণমূল পর্যায়ে টাকা বিনিয়োগ করতে চায়, যেন ফুটবল খেলাটা সাধারণ মানুষের খেলা হিসেবে আরও বড় হয়ে ওঠে।
ডিএফবির বিবৃতিতে বলা হয়েছে, ‘বর্তমান প্রেক্ষাপটের বিরুদ্ধে দাঁড়িয়ে অর্থনৈতিক জায়গা থেকে সিদ্ধান্তটি নিতে হয়েছে ডিএফবিকে। বৈষম্যহীন ও স্বচ্ছ প্রক্রিয়ায় অনেকের চেয়ে অনেক বেশি আর্থিক প্রস্তাব দিয়েছে নাইকি।’