সিটিকে দ্বিতীয় গোল এনে দেওয়ার পর জ্যাক গ্রিলিশ
সিটিকে দ্বিতীয় গোল এনে দেওয়ার পর জ্যাক গ্রিলিশ

ইংলিশ প্রিমিয়ার লিগ

হলান্ডকে ছাড়াই খেলে জয়ে ফিরল ম্যানচেস্টার সিটি

ম্যাচের আগেই ম্যানচেস্টার সিটি সমর্থকেরা দুঃসংবাদ শুনলেন। লুটন টাউনের বিপক্ষে যে খেলতে পারছেন না আর্লিং হলান্ড। ইংলিশ প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচে জয়হীন দলটির জন্য বড় ধাক্বাই ছিল নরওয়েজীয় স্ট্রাইকারকে হারিয়ে ফেলা। কোচ পেপ গার্দিওলা ম্যাচের আগের জানান পায়ের হাড়ের চোট ছিটকে ফেলেছে এবারে লিগের সর্বোচ্চ গোলদাতা হলান্ডকে। ১৫ ম্যাচে ১৪ গোল করা স্ট্রাইকারকে আবার কবে পাওয়া যাবে সেটিও জানাতে পারেননি সিটি কোচ।

তবে লুটনের মাঠ কেনিলওর্থ রোড থেকে আজ জয় নিয়েই মাঠ ছেড়েছে সিটি। পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-১ গোলে নবাগত লুটন টাউনকে হারিয়েছে গত তিনবারের চ্যাম্পিয়নরা। চার ম্যাচ পর পাওয়া জয়ের পরও ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে সিটি আছে পয়েন্ট তালিকার চারে। সমান ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে লিভারপুল। ৩৬ ও ৩৫ পয়েন্ট এরপরই আছে আর্সেনাল ও অ্যাস্টন ভিলা।

সিটি সমতায় ফের বের্নার্দো সিলভার গোলে (বাঁয়ে)

এবারে লিগে প্রথমবারের মতো হলান্ডকে ছাড়া খেলতে নামা সিটি পিছিয়ে পড়ে প্রথমার্ধের যোগ করা সময়ে। আন্দ্রোস টাউনসেন্ডের ক্রসে গোল করে লুটনকে এগিয়ে দেন এলিজা আদেবায়ো। সিটি গোল দুটি পেয়েছেন দ্বিতীয়ার্ধের ৬২ ও ৬৫ মিনিটে। বের্নার্দো সিলভা সমতা ফেরানোর পর হুলিয়ান আলভারেজের ক্রস থেকে সিটিকে এগিয়ে দেন জ্যাক গ্রিলিশ।

চেলসি, লিভারপুল ও টটেনহামের সঙ্গে ড্র করার পর অ্যাস্টন ভিলার কাছে হারা সিটি আজ ম্যাচজুড়েই একের পর এক সুযোগ নষ্ট করেছে। দারুণ এক সেভ করে ফিল ফোডেনকে গোল করতে দেননি লুটন গোলরক্ষক টমাস কামিনস্কি। ফিরতি বলে বের্নার্দো সিলভার পায়ে গিয়ে পড়লেও গোল করতে ব্যর্থ হন পর্তুগিজ মিডফিল্ডার। গোলের সুযোগ নষ্ট করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড আলভারেজও। পরে ফোডেনকে আরেকবার গোল করতে দেননি কামিন্সকি। এরপর আবার মাতেও কোভাচিচ বার উঁচিয়ে বল বাইরে পাঠিয়ে কোচ গার্দিওলার কপালের ভাঁজ বাড়িয়ে দেন। এরপরই প্রথমার্ধের শেষে লুটনের এগিয়ে যাওয়া।

লুটন টানা দ্বিতীয় ম্যাচে অঘটন ঘটানোর সুযোগ নষ্ট করল। ঠিক আগের ম্যাচেই শেষ মুহূর্তের গোলে আর্সেনালের কাছে হারে ৩১ বছর পর ইংলিশ ফুটবলের শীর্ষ স্তরে খেলা দলটি

এভারটনের কাছে চেলসির হার

এভারটনের দ্বিতীয় গোলের পর গোলদাতা লুইস ডবিন

আরেক ম্যাচে এভারটনের কাছে ২-০ গোলে হেরেছে চেলসি। চেলসির এটি টানা দ্বিতীয় হার। ১৬ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে চেলসি আছে ১২ নম্বরে। টানা তিন ম্যাচ জেতা এভারটন ১৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে আছে ১৭ নম্বরে। আর্থিক-সংগতি নীতির নিয়ম ভাঙায় অবশ্য ১০ পয়েন্ট কাটা গেছে ১৬ ম্যাচে ৭টি জয় পাওয়া এভারটনের। ঘরের মাঠে ৫৪ মিনিটে আবদুলায়ে দুকুরের গোলে এগিয়ে যায় এভারটন। ম্যাচের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন লুইস ডবিন।