সেলিব্রিটিদের ফুটবলপ্রীতি নতুন কিছু নয়। কিম কার্দাশিয়ানের ফুটবল শুধু পছন্দই নয়, মনে ধারণও করেন। মার্কিন অভিনেত্রী, মডেল ও সমাজসেবীকে এবার দেখা গেল ইতালিয়ান ক্লাব এএস রোমার জার্সিতে।
গতকাল লস অ্যাঞ্জেলেসের রাস্তায় রোমার ১৯৯৭-৯৮ মৌসুমে রেট্রো জার্সিতে দেখা গেছে কার্দাশিয়ানকে। এ সময় তাঁর পাশে ছিলেন বাস্কেটবল তারকা ত্রিস্টান টম্পসন।
রোমার বিখ্যাত এই জার্সিতে খেলেছেন ক্লাব কিংবদন্তি ফ্রান্সেসকো টোট্টি, ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফুর মতো ফুটবলাররা। জার্সিটি তৈরি করেছিল ইতালির ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান দিয়াদোরা।
রোমার ঐতিহ্যবাহী জার্সিতে কার্দাশিয়ানের হেঁটে বেড়ানোর ছবি ক্লাব কর্তৃপক্ষেরও চোখে পড়েছে। টুইটারে ৪২ বছর বয়সী মডেলের সেই ছবি পোস্ট করে রোমা লিখেছে, ‘মাম্মা মিয়া, কিম!’ মাম্মা মিয়া মূলত হাস্যরসে ভরা একটি রোমান্টিক চলচ্চিত্র। এ নামে ইতালির রাজধানী রোমে একটি রোস্তোরাঁও রয়েছে। ইতালিয়ান ভাষায় মাম্মা মিয়া অর্থ কী কাণ্ড!
রোমার পোস্ট করা কার্দাশিয়ানের সেই ছবিতে অনেক সমর্থক মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘জোসে মরিনিওর (রোমার প্রধান কোচ) ভক্ত কিম কার্দাশিয়ান।’
১৯৯৭-৯৮ মৌসুমের জার্সির অন্যতম স্পনসর ছিল ইতালির বিমা কোম্পানি আইএনএ আসইতালিয়া (INA Assitalia)। এ নিয়েই আরেক সমর্থক মজা করে লিখেছেন, ‘আমি কি একমাত্র ব্যক্তি, যে জার্সিতে Ass-Italia (গাধা ইতালি) স্পনসর দেখে হাসছে?’
এর আগেও অনেক ক্লাবের পুরোনো জার্সিতে জনসম্মুখে এসেছেন কার্দাশিয়ান। গত বছর তাঁকে সন্তানদের সঙ্গে পিএসজির ২০০১-০২ মৌসুমের অ্যাওয়ে জার্সি পরে ঘুরতে দেখা গেছে!