এরিক টেন হাগকে ছাঁটাই করে ম্যানচেস্টার ইউনাইটেড এখন যত দ্রুত সম্ভব নতুন কোচ নিয়োগ দিতে কাজ করছে। ইউনাইটেড নতুন কোচ পেয়ে যাওয়া মানে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ রুড ফন নিস্টলরয়ের দায়িত্বের সমাপ্তি। শুধু অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব থেকেই নয়, নিস্টলরয়ের বিদায় ঘটতে পারে ওল্ড ট্রাফোর্ড থেকেই।
তবে ৪৮ বছর বয়সী এই কোচ ম্যানচেস্টার ইউনাইটেডে থেকে যেতে চান। গত জুলাইয়ে নিস্টলরয়কে সহকারী কোচ হিসেবে নিয়ে এসেছিলেন টেন হাগ। সামনে ইউনাইটেডের প্রধান কোচ যিনি হবেন, তিনিও সহকারী কোচ বেছে নেবেন নিজের পছন্দে। সেই কোচিং স্টাফের মধ্যে না রাখা হলেও ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটিতে যেকোনো ভূমিকায় কাজ চালিয়ে যাওয়ার ইচ্ছা নিস্টলরয়ের।
ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষ টেন হাগকে ছাঁটাইয়ের কথা ঘোষণা করে ২৮ অক্টোবর। সেদিনই নিস্টলরয়কে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয়। ইউরোপীয় সংবাদমাধ্যমের খবর, পর্তুগিজ ক্লাব স্পোর্তিংয়ের প্রধান কোচ রুবেন আমোরিমকে দায়িত্ব দিতে আগ্রহী ইউনাইটেড। বর্তমানে স্পোর্তিংয়ের সঙ্গে আলোচনা চলছে। ধারণা করা হচ্ছে, আগামী ১১ নভেম্বর ফিফা আন্তর্জাতিক বিরতি শুরুর আগে আমোরিমকে পাওয়া হবে না। যার অর্থ, ১০ নভেম্বর পর্যন্ত ইউনাইটেডের তিনটি ম্যাচে ডাগআউটে থাকবেন ক্লাবটির সাবেক খেলোয়াড় নিস্টলরয়।
বুধবার রাতে লিগ কাপে লেস্টার সিটি ম্যাচ দিয়ে নিস্টলরয়ের প্রধান কোচ হিসেবে ডাগআউট অভিষেক হয়েও গেছে। ম্যাচটিতে ইউনাইটেড জিতেছে ৫–২ গোলে। ম্যাচের পর নিস্টলরয় স্কাই স্পোর্টসের সঙ্গে আলাপে জানান, সামনে নতুন কোচ আসার সম্ভাবনা থাকলেও যত দিন সম্ভব ওল্ড ট্রাফোর্ডে থাকতে চান তিনি, ‘আমি এখানে সহকারী হিসেবে যোগ দিয়েছি ক্লাবকে সহায়তা করতে। এখন এই ভূমিকায় যত দিন দরকার আমি সহযোগিতা করে যেতে চাই। ভবিষ্যতেও, সেটা যেকোনো ভূমিকাতেই হোক না কেন, ক্লাবকে সহায়তা করতে চাই আমি। ঠিক যে জায়গাটায় নেওয়ার জন্য আমি এখানে যোগ দিয়েছি।’
নেদারল্যান্ডসের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকার হিসেবে পরিচিত নিস্টলরয় ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ইউনাইটেডের খেলোয়াড় ছিলেন। প্রায় দুই দশক পর সেই ক্লাবে কোচের পরিচয়ে ফেরা এবং প্রথমবারের মতো প্রধান কোচ হিসেবে ডাগআউটে দাঁড়িয়ে যারপরনাই আনন্দিত নিস্টলরয়। যদিও টেন হাগবিহীন প্রথম দিন কাজ করার সময় খারাপও লেগেছে তাঁর, ‘টেন হাগই আমাকে এখানে ডেকে এনেছিলেন। তাঁকে চলে যেতে দেখতে আমার খারাপ লেগেছে। তবে ফুটবল আর জীবন তো কখনো থেমে থাকে না।’
নিস্টলরয়ের অধীনে ইউনাইটেড তাদের পরবর্তী ম্যাচ খেলবে ৩ নভেম্বর চেলসির বিপক্ষে। এরপর ৭ নভেম্বর ইউরোপা লিগে প্রতিপক্ষ গ্রিক ক্লাব থেসালোনিকি।