ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব বুঝে নেওয়ার আগেই ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটির সমর্থকদের চোখের মণি হওয়ার সুযোগ রুবেন আমোরিমের সামনে। পর্তুগিজ কোচের বর্তমান দল স্পোর্তিং সিপি (সাবেক স্পোর্তিং লিসবন) চ্যাম্পিয়নস লিগে আজ জয় পেলেই নিশ্চিত ইউনাইটেড সমর্থকেরা মাথায় তুলে নেবেন তাঁকে! কারণটা অনুমেয়ই, স্পোর্তিংয়ে প্রতিপক্ষ যে ইউনাইটেডের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি।
আমোরিম নিজেই বললেন, চ্যাম্পিয়নস লিগের প্রথম পর্বের আজকের ম্যাচটি কতটা গুরুত্বপূর্ণ তাঁর ইউনাইটেড ক্যারিয়ারের জন্য। এ মাসেই ইউনাইটেডের প্রধান কোচের দায়িত্ব নিতে যাওয়া আমোরিম গতকাল স্পোর্তিং-সিটি ম্যাচ নিয়ে সংবাদ সম্মেলনে জানালেন নিজের ভাবনার কথা, ‘ফলটা নেতিবাচক হলে আমাকে নিয়ে ফোলানো আশার বেলুনটা একটু চুপসে যাবে। কিন্তু আমরা যদি জিতে যাই, তারা (ইউনাইটেড সমর্থকেরা) ভাবতে শুরু করবে নতুন অ্যালেক্স ফার্গুসন এসে গেছেন।’
গত সপ্তাহে এরিক টেন হাগকে বরখাস্ত করে আমোরিমকে নতুন কোচ হিসেবে বেছে নেয় ইউনাইটেড। ৩৯ বছর বয়সী কোচ ১১ নভেম্বর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটির।
স্পোর্তিংকে দুবার পর্তুগিজ প্রিমেইরা লিগ জেতানো আমোরিম জানেন, সিটিকে হারানোর কাজটা কতটা কঠিন। তাঁর চোখে পেপ গার্দিওলার দলই যে বিশ্বের সেরা দল, ‘বিশ্বের সেরা দলটি সিটির, বিশ্বের সেরা কোচও তাদের।’
আমার মনে হয় কোচ হিসেবে আমি এখন আরও ভালো হয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো পেপ গার্দিওলাও আগের চেয়ে আরও ভালো কোচ হয়েছেন। ব্যবধানটা তাই আগের মতোই আছে।রুবেন আমোরিম, ফুটবল কোচ
নিজের অভিজ্ঞতা থেকেই সিটিকে নিয়ে এই উপলব্ধি আমোরিমের। ২০২১-২২ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে দুই লেগ মিলিয়ে সিটির কাছে ৫-০ গোলে হেরেছিল আমোরিমের স্পোর্তিং। সেই ম্যাচের কথা মনে করিয়ে দিয়ে আমোরিম বললেন দুই দলের শক্তির ব্যবধান এখনো আগের মতোই আছে, ‘আমার মনে হয় কোচ হিসেবে আমি এখন আরও ভালো হয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো পেপ গার্দিওলাও আগের চেয়ে আরও ভালো কোচ হয়েছেন। ব্যবধানটা তাই আগের মতোই আছে। পেপ গার্দিওলা তো আমাদের মতো অনেক কোচের অনুপ্রেরণা।’
বাংলাদেশ সময় আজ রাত ২টায় লিসবনের এস্তাদিও জোসে আলভালাদে শুরু হবে স্পোর্তিং-সিটি ম্যাচ। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে সিটি এই মুহূর্তে আছে চ্যাম্পিয়নস লিগের পয়েন্ট তালিকার তিনে। সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থেকে আটে আছে স্পোর্তিং।