বিশ্বকাপের ছবি

ডাগআউটের সুখ–দুঃখ

এমন উদ্‌যাপন আজ নয়তো কবে! গ্রাহাম আরনল্ড নিজে একজন অস্ট্রেলিয়ান। তাঁর হাত ধরেই অস্ট্রেলিয়া পেল বিশ্বকাপে ১২ বছর পর জয়
বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক কোচ তিনি। লুই ফন গাল তাঁর শিষ্যদের বোঝাচ্ছেন হাতেনাতে। গতকাল ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে
ইকুয়েডরের কোচ গুস্তাভো আলফারোর কপালে চিন্তার ভাঁজ। থাকবে নাই বা কেন! গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে কপালে চিন্তার ভাঁজ ফেলার মতো অনেক মুহূর্তই তৈরি হয়েছিল
ডেনমার্কের সঙ্গে ড্রয়ের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে হার। এমন ফলে কি আর খুশি হওয়া যায়! তিউনিসিয়ার কোচ জালের কাদরির চোখেমুখেও তাই হতাশা
ম্যাচে তখন চরম উত্তেজনা। ফুটবলারদের নির্দেশনা দিতে গিয়ে নিজেই উত্তেজিত হয়ে গিয়েছিলেন তিউনিসিয়ার কোচ
যতটা আলোচনায় আছে সৌদি আরব, ততটাই তাদের কোচ হার্ভি রেনার। আর্জেন্টিনাকে হারানোর পর পোল্যান্ড ম্যাচে অবশ্য তাঁর খুশি হওয়ার কোনো কারণ নেই। অঙ্গভঙ্গিতেও সেটাই প্রকাশ পাচ্ছে