কোপা আমেরিকায় আর্জেন্টিনা–কলম্বিয়ার ফাইনালে ৬৬ মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন লিওনেল মেসি। তাঁর বদলে ম্যাচের বাকি সময়ের জন্য মাঠে নামেন নিকোলাস গঞ্জালেস।
মাঠে নেমে ভালো খেললেও কিছু সুযোগ নষ্ট করেছেন ফিওরেন্তিনার এই উইঙ্গার। এর মধ্যে অবশ্য একবার বল জালেও জড়িয়েছিলেন তিনি। কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল করেন রেফারি।
মেসির পরিবর্তে মাঠে নেমে গঞ্জালেস গোল না পেলেও আর্জেন্টিনার জন্য সেটা বড় কোনো বিপদের কারণ হয়নি। ১১২ মিনিটের মাথায় লাওতারো মার্তিনেজের গোল আর্জেন্টিনা নিশ্চিত করে কোপার টানা দ্বিতীয় ও সব মিলিয়ে ১৬তম শিরোপা জয় করে।
তবে শিরোপা জয়ের পর ভিন্ন এক বার্তা দিয়েছেন গঞ্জালেস। গোলের সুযোগ হাতছাড়া করার কারণে ক্ষমা চেয়েছেন তিনি। বলেছেন, সুযোগ হাতছাড়া করায় কেউ যেন তাঁকে অভিশাপ না দেয়।
গঞ্জালেস বলেন, ‘আপনারা নিশ্চয়ই আমাকে অভিশাপ দিচ্ছেন। আমি অনেক গোল মিস করেছি। আমি সুযোগগুলো কাজে লাগাতে পরিনি। আমি সত্যিই বিরক্ত।’ এরপর তাঁকে অভিশাপ না দেওয়ার অনুরোধ জানিয়ে এই উইঙ্গার আরও বলেন, ‘আশা করি, আপনারা খুশি হয়েছেন। কিন্তু আমাকে অভিশাপ দেবেন না। গালি দেবেন না।’
এর আগে শিরোপা জয়ের পর গতকাল উদ্যাপনের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট দেন গঞ্জালেস। একটি ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘তোমাদের সবার সঙ্গে এমন পাগলাটে মুহূর্ত ভাগাভাগি করতে পারাটা দারুণ আনন্দের। কঠিন সময়ে আমার সঙ্গে থাকার জন্য এবং আমাকে হতাশ না করার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। তোমাদের ভালোবাসি।’