বিশ্বকাপ জিতে দেশে ফিরেছে স্পেন নারী ফুটবল দল। মাদ্রিদে বিজয়মঞ্চে তাঁদের উৎসব
বিশ্বকাপ জিতে দেশে ফিরেছে স্পেন নারী ফুটবল দল। মাদ্রিদে বিজয়মঞ্চে তাঁদের উৎসব

ফটো ফিচার

অপেক্ষা আর উৎসবে বিশ্বজয়ীদের বরণ স্পেনের

আইবেরিয়া এয়ারবাস এ৩৫০, যার নাম ‘তালেন্তো আ বোর্দো’—এই উড়োজাহাজে গতকাল বাংলাদেশ সময় রাত একটার দিকে মাদ্রিদে অবতরণ করেছে স্পেনের বিশ্বকাপজয়ী নারী ফুটবল দল। ২০১০ বিশ্বকাপ জয়ের পর স্পেনের পুরুষ দল দেশে ফেরার পর উড়োজাহাজের গেটে কার মুখটা আগে দেখা গিয়েছিল মনে আছে?

অধিনায়ক ইকার ক্যাসিয়াস, হাতে বিশ্বকাপ ট্রফি। এবার নারী দলও ঠিক একই কাজ করেছে। উড়োজাহাজের গেট দিয়ে ট্রফি হাতে সবার আগে বের হয়ে এসেছেন মূল অধিনায়ক ইভানা আন্দ্রেস। তাঁর সঙ্গে কোচ হোর্হে ভিলদা ও আরএফইএফের সভাপতি লুইস রুবিয়ালেস। ইভানা একাদশে জায়গা হারানোয় অবশ্য বিশ্বকাপে বেশির ভাগ ম্যাচেই স্পেনের অধিনায়কত্ব করেছেন ওলগা কারমোনা।

মাদ্রিদের পুয়েন্তে দেল রে এসপ্লানেডে হয়েছে মূল উৎসব। সেখানে তিল ধারণের ঠাঁই ছিল না। প্রায় তিন ঘণ্টা অপেক্ষার পর স্পেনের বিশ্বজয়ী ২৩ খেলোয়াড়ের দর্শন পান ভক্তরা। প্রচণ্ড গরমে কেউ কেউ অসুস্থ হয়ে পড়লেও আগ্রহের কমতি ছিল না। নাচে-গানে আর উৎসবে স্প্যানিশরা বরণ করে নিয়েছে বিশ্বজয়ী মেয়েদের। আসুন তেমন কিছু মুহূর্ত দেখে নিই ছবির গল্পে—

স্প্যানিশ গায়িকা ভিকোর সঙ্গে বিজয়মঞ্চে স্পেনের বিশ্বকাপজয়ী নারী দলের খেলোয়াড়েরা
স্পেনের তারকা এস্টার গঞ্জালেসের হাতে বিশ্বজয়ের ট্রফি। দর্শকদের যেন বোঝাতে চাইলেন, এই দেখ বিশ্বজয়ের স্মারক! পেছনে তাঁর সতীর্থরা
শিরোপা নিয়ে খেলোয়াড়, স্টাফসহ স্পেন নারী ফুটবল দলের উদ্‌যাপন
মঞ্চে শিরোপা হাতে স্পেনের অধিনায়ক ইভানা আন্দ্রেস ও ওলগা কারমোনা। ফাইনালে গোল করেছিলেন কারমোনা
মঞ্চে পেছনে লেখা ‘কাম্পেওনাস’—অর্থাৎ চ্যাম্পিয়ন! তার সামনে স্পেনের চ্যাম্পিয়ন মেয়েরা। তাঁদের জন্য অবিস্মরণীয় একমুহূর্ত
স্পেন নারী ফুটবল দলের ফেরার অপেক্ষায় ভক্তদের একাংশ। প্রায় তিন ঘণ্টা অপেক্ষায় ছিলেন তাঁরা
মঞ্চে স্পেনের তারকা ওলগা কারমোনাকে নিয়ে উৎসবে মাতলেন তাঁর সতীর্থরা