ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় পার করছেন গার্দিওলা
ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় পার করছেন গার্দিওলা

ঘুরে দাঁড়াতে না পারলে কোচের পদ আঁকড়ে থাকবেন না গার্দিওলা

নিজের ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় পার করছেন পেপ গার্দিওলা। প্রিমিয়ার লিগে টানা তিনটিসহ সর্বশেষ ছয় ম্যাচের পাঁচটিতেই হেরেছে তাঁর দল ম্যানচেস্টার সিটি। অন্য ম্যাচটি হয়েছে ড্র। এমন পরিস্থিতিতে আজ রাতে কঠিন পরীক্ষায় ম্যানচেস্টার সিটি মাঠে নামবে লিভারপুলের বিপক্ষে।

এই ম্যাচের হার সিটিকে ছিটকে দিতে পারে শিরোপা লড়াই থেকেও। তবে গার্দিওলা এই ম্যাচ দিয়েই ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ের কথা বলেছেন। পাশাপাশি বলেছেন, যদি দলকে সঠিক পথে ফেরাতে না পারেন, তবে তিনি দলের জন্য সমস্যা হয়ে থাকতে চান না।

এমনকি সম্প্রতি চুক্তি নবায়ন করার বিষয়টিও বাধা হয়ে দাঁড়াবে না বলে বিশ্বাস তাঁর। আজ শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ৮ পয়েন্টে পিছিয়ে থেকে তাদের বিপক্ষে খেলতে নামবে গার্দিওলার সিটি। ১২ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৩১। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে চারে আছে সিটি।

গুরুত্বপূর্ণ এই ম্যাচ সামনে রেখে সিটি কোচ গার্দিওলা বলেছেন, ‘আমি সেই জায়গায় থাকতে চাই না, যেখানে আমার নিজেকে সমস্যা মনে হবে। চুক্তি আছে, শুধু এই অজুহাতে আমি থেকে যেতে চাই না। আমার চেয়ারম্যান সেটা জানে। আমি তাঁকে বলেছি, “আমাকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দাও।” বিশেষ করে যখন সবাই চোট থেকে ফিরবে, তখন কী অবস্থা হবে, তা দেখব। যদি আমি যথেষ্ট সামর্থ্য দেখাতে না পারি, তবে আমাদের বদলের ভেতর দিয়ে যেতে হবে।’

আজ রাতে ঘুরে দাঁড়াতে পারবে কি ম্যান সিটি

সিটিকে নিয়ে ঘুরে দাঁড়ানোর বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন জানিয়ে গার্দিওলা আরও বলেছেন, ‘এবারই আমি জোর দিয়ে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলেছি, আমাকে সুযোগ দিতে। এখন কি কাজটা আমার জন্য সহজ হবে? নাহ। আমার ধারণা, আমার এখনো কিছু কাজ করার আছে এবং আমি সেটা করতে চাই।’