কাতারে ব্রাজিলের বিশ্বকাপ জয় দেখে যেতে চেয়েছিলেন ফুটবলের রাজা পেলে। তাঁর সে ইচ্ছা পূরণ হয়নি। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নিয়েছিলেন নেইমাররা। ব্রাজিলের বিদায়ে মন ভেঙেছিল পেলের। তবে ব্রাজিল না পারলেও পেলের চাওয়া ছিল বিশ্বকাপ যেন আর্জেন্টিনার মাধ্যমে লাতিন আমেরিকায় থাকে, বিশ্বকাপ ফাইনালের আগে একাধিকবার তাঁর সে ইচ্ছার কথা জানানোর বিষয়টি নিশ্চিত করেছেন পেলের মেয়ে কেলি নাসিমেন্তো। ফিফা দ্য বেস্টের অনুষ্ঠানে দেখা হওয়ার পর মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোকে দিয়ে সে বার্তা মেসির কাছে পাঠানোর কথাও জানিয়েছেন কেলি। ইনস্টাগ্রামে রোকুজ্জোর সঙ্গে একটি ছবি পোস্ট করে এ নিয়ে বিস্তারিত লিখেছেন তিনি।
ফিফা দ্য বেস্ট পুরস্কারের এবারের রাতটি আলোকিত হয়েছে আর্জেন্টাইনদের অর্জনে। যেখানে বর্ষসেরা খেলোয়াড়ের ‘দ্য বেস্ট’ পুরস্কারটি পান মেসি। সেই অনুষ্ঠানে শ্রদ্ধা জানানো হয় তর্ক সাপেক্ষে সর্বকালের সেরা ফুটবলার প্রয়াত পেলেকেও। যেখানে উপস্থিত ছিলেন পেলের মেয়ে কেলি। অনুষ্ঠানে মেসির সঙ্গে দেখা না হলেও রোকুজ্জোকে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কেলি। রোকুজ্জোর সঙ্গে ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘মেসির সঙ্গে দেখা করার সুযোগ হয়নি। তাই আমি যখন রোকুজ্জোকে পেলাম, ওর মাধ্যমে মেসির কাছে একটা বার্তা দিয়েছি।’
কী সেই বার্তা, সেটা আরও খোলাসা করে কেলি বলেছেন, ‘ব্রাজিল যখন ক্রোয়েশিয়ার কাছে হারে, তখনই আমার বাবার অবস্থা খুব খারাপ। সবাই চেয়েছিল ব্রাজিল আমার বাবার জন্য কাপ জিতুক। তবে আমার বাবা বলতেন, তিনি সুন্দর খেলাটির এই দিকটাকে ভালোবাসতেন। ব্রাজিলের বিদায়ের পর যাঁরাই হাসপাতালে আসতেন, জিজ্ঞেস করতেন, “কী খবর পেলে, এখন কী চাও?” তিনি সরলভাবে উত্তর দিতেন, এটা মেসির প্রাপ্য।’
পেলের সে সময়কার অবস্থার বিবরণ দিয়ে কেলি আরও লিখেছেন, ‘ফাইনাল দেখার মতো অবস্থা তাঁর আর ছিল না। তবে তিনি বুঝতে পেরেছিলেন, আর্জেন্টিনা জিতেছে এবং মেসি বিশ্বকাপ উঁচিয়ে ধরেছে। তিনি আনন্দিত ছিলেন।’