শেখ জামালের বিপক্ষে জয় পেয়েছে ঢাকা আবাহনী
শেখ জামালের বিপক্ষে জয় পেয়েছে ঢাকা আবাহনী

আবাহনীর স্বস্তির আর মোহামেডানের বিশাল জয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগের মাত্র তৃতীয় ম্যাচ। অথচ এই ম্যাচই কিনা ঢাকা আবাহনীর কাছে হয়ে দাঁড়িয়েছিল খুবই গুরুত্বপূর্ণ।

রহমতগঞ্জের সঙ্গে প্রথম ম্যাচ ড্রয়ের পর আবাহনী হেরেছিল ফর্টিস এফসির কাছে। সেই হার শুরুতেই লিগ–দৌড়ে পিছিয়ে দেয় ধানমন্ডির দলটিকে। আজ গোপালগঞ্জে শেখ জামালের বিপক্ষেও জয় পাওয়া নিয়ে আবাহনী পড়ে গিয়েছিল ঘোর সংশয়ে। একসময় আবাহনী হয়ে যায় ১০ জনের দল। ম্যাচ এগোচ্ছিল ড্রয়ের দিকে।

কিন্তু ১০ জনের দলই ভাগ্য ফিরিয়েছে আবাহনীর। ৮৯ মিনিটে জোনাথনের পাসে কর্নেলিয়াস স্টুয়ার্টের পা থেকে এসেছে প্রতীক্ষিত গোল। কর্নেলিয়াস স্টুয়ার্ট এর আগে শেখ জামালে খেলেছেন। নিজের সাবেক দলের বিপক্ষে গোল করে আজ তিনি আবাহনীকে চলতি মৌসুমে লিগে প্রথম জয় এনে দিয়েছেন।

এই জয় নতুন জীবন দিয়েছে আবাহনীর কোচ দিয়েগো ক্রুসিয়ানিকে। প্রথম দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট পাওয়ার পর তাঁর চাকরি অনেকটাই নড়বড়ে হয়ে গিয়েছিল। আজকের জয়ে কিছুটা স্বস্তি পাবেন ক্রুসিয়ানি। স্বাধীনতা কাপের সেমিফাইনালে বসুন্ধরা কিংসের কাছে ৪ গোলে উড়ে যাওয়ার পর লিগের তৃতীয় ম্যাচে তাঁর মুখে কিছুটা হাসি ফুটেছে। তারপরও আজ তৃতীয় ম্যাচে ফর্টিস এফসিকে হারালে বসুন্ধরা কিংস আবাহনীর চেয়ে এগিয়ে থাকবে ৫ পয়েন্টে।

আবাহনীর স্বস্তির দিনে মোহামেডান তুলে নিয়েছে বিশাল এক জয়। রাজশাহীতে ব্রাদার্সকে তারা উড়িয়ে দিয়েছে ৫-১ গোলে।