‘রিয়াল মাদ্রিদ লা লিগাকে দূষিত করছে’—রেফারিকে বিভিন্নভাবে প্রভাবিত করে রিয়াল মাদ্রিদের নিজেদের পক্ষে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে এভাবে সরাসরি আক্রমণই করেছেন বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ। জাভির এ সমালোচনা নিয়ে আজ প্রশ্ন করা হয়েছিল রিয়ালের কোচ কার্লো আনচেলত্তিকে। ইতালিয়ান কোচ বলেছেন—এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যতটা নিচে নামতে হয়, সেটা তিনি পারবেন না!
রিয়াল মাদ্রিদ রেফারিদের সাহায্য পায়—এ নিয়ে স্পেনের ফুটবলে অনেক আলোচনা আছে। এ আলোচনা চলতি মৌসুমে আবার চূড়ায় উঠেছে লা লিগায় আলেমেরিয়ার বিপক্ষে রিয়ালের ম্যাচের পর। ২১ জানুয়ারির সেই ম্যাচে ২–০ গোলে পিছিয়ে থাকা রিয়াল রেফারির দুটি বিতর্কতি সিদ্ধান্ত শেষে ৩–২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। সেই ম্যাচের পর রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আলমেরিয়ার কোচ ও খেলোয়াড়েরা। সে সময় এ নিয়ে কথা বলেছিলেন জাভিও।
লা লিগায় আজ আলাভেসের বিপক্ষে খেলবে বার্সেলোনা। এ ম্যাচের আগে গতকালের সংবাদ সম্মেলনে রিয়ালের রেফারিকে প্রভাবিত করার প্রসঙ্গটি আবার ওঠে। এ নিয়ে চলতি মৌসুম শেষে বার্সেলোনা ছাড়ার ঘোষণা দেওয়া জাভি বলেছেন, ‘তারা প্রতি সপ্তাহে রেফারিদের ওপর প্রভাব খাটানোর চেষ্টা করে, যেটা আমি পছন্দ করি না। আমার মনে হয়, এটি এই প্রতিযোগিতাকেই কিছুটা দূষিত করছে।’
লা লিগায় আগামীকাল নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলবে রিয়াল। এ ম্যাচের আগে আজকের সংবাদ সম্মেলনে আনচেলত্তিকে প্রশ্ন করা হয়েছিল রিয়ালকে নিয়ে করা জাভির সমালোচনার বিষয়ে। সেই প্রশ্নের উত্তরে রিয়ালের ইতালিয়ান কোচ আনচেলত্তি বলেছেন, ‘আমি একজন পেশাদার এবং এ রকম একজন হয়ে আমি নিজেকে ওই পর্যায়ে নামাতে পারব না। স্পেনের ফুটবলের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আমি এটা করছি না। তাই এ বিষয়ে আর প্রশ্ন করবেন না। এটা পেশাদার বিষয় নয়।’
এরপরই আবার আনচেলত্তিকে প্রশ্ন করা হয় বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা যে রিয়ালের সমালোচনা করেছেন, সে বিষয়ে। এ ক্ষেত্রেও পাল্টা কিছু বলতে চাননি আনচেলত্তি, ‘আমি এরই মধ্যে বলেছি যে এত নিচে নামব না।’