বাফুফে ভবন
বাফুফে ভবন

অনূর্ধ্ব–১৮ খেলোয়াড় খেলানোর সিদ্ধান্ত বাতিল, প্রিমিয়ারে রেলিগেশন একটি

আগামী মৌসুম থেকে প্রিমিয়ার লিগের ম্যাচে অনূর্ধ্ব–১৮ বয়সী একজন খেলোয়াড়কে খেলানো বাধ্যতামূলক করার সিদ্ধান্ত হয়েছিল লিগ কমিটির সভায়। কিন্তু দুই দিনের মধ্যেই সে সিদ্ধান্ত বাতিল হয়ে গেছে বাফুফের কার্যনির্বাহী কমিটির সভায়। আজ বাফুফে ভবনে বাফুফের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়।

১ মে পেশাদার লিগ কমিটির সভায় নেওয়া অন্য সিদ্ধান্তগুলো অবশ্য অনুমোদিত হয়েছে। এর মধ্যে আছে আগামী মৌসুমে সুপার কাপ আয়োজন, ২৩ জনের স্কোয়াডে ১ জন বিদেশি ফুটবলার বেশি রাখা। সেই সভায় ২৩ জনের স্কোয়াডে ২ জন অনূর্ধ্ব–১৮ বয়সী ফুটবলার রাখা ও ম্যাচে ১ জনকে খেলানো প্রতিটি ক্লাবের জন্যই বাধ্যতামূলক করার সিদ্ধান্ত হয়েছিল।

আজ বাফুফের কার্যনির্বাহী কমিটির সভা শেষে সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া জানান, ‘বিষয়টি নিয়ে ক্লাব প্রতিনিধিরা একমত হতে পারেননি, তাই এটি অনুমোদিত হয়নি। তবে পেশাদার লিগ কমিটির সভায় নেওয়া অন্য সিদ্ধান্তগুলো অনুমোদিত হয়েছে।’

আজকের সভায় মেয়েদের ফুটবল লিগের ক্লাবের কাউন্সিলরশিপ চাওয়ার ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছে। অংশ নেওয়া প্রতিটি ক্লাবই কাউন্সিলরশিপ চাইলেও সভায় ঠিক হয়েছে, পয়েন্ট তালিকার শীর্ষ চারটি ক্লাবকে কাউন্সিলরশিপ দেওয়া হবে। তবে এটি চূড়ান্ত হবে আগামী ২৯ জুন অনুষ্ঠেয় বার্ষিক সাধারণ সভায়। বার্ষিক সাধারণ সভার তারিখও আজকের সভায় চূড়ান্ত করা হয়েছে।

ভোটের বছর ভোটব্যাংক বাড়ানোর জন্যই নারী ফুটবল ক্লাবগুলোকে কাউন্সিলরশিপ দেওয়া হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে আতাউর রহমান বলেন, ‘আমার মনে হয় না, যে ক্লাবগুলো নিজেদের পয়সা খরচ করে ফুটবল দল গড়ে, তারা ভোটার হওয়ার জন্য দল গড়ে। সভাপতি মহোদয় মনে করেন, নারী ফুটবল যে জায়গায় পৌঁছেছে, তাতে নারী লিগে খেলা দলগুলো কাউন্সিলরশিপ পেতেই পারে।’

দীর্ঘ সভায় এবারের প্রিমিয়ার লিগ থেকে অবনমিত দলের সংখ্যা দুটি থেকে একটি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত মৌসুমে চ্যাম্পিয়নশিপ লিগ থেকে প্রিমিয়ারে ওঠা গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব এবারের লিগ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিল। এবার এমনিতেই একটি দল কম নিয়ে প্রিমিয়ার লিগ আয়োজিত হচ্ছে। সে কারণেই এবার দুটির বদলে একটি দলের অবনমনের সিদ্ধান্ত।

এ ছাড়া সভায় পাইওনিয়ার লিগে অনূর্ধ্ব–১৪, তৃতীয় বিভাগে অনূর্ধ্ব–১৬ ও দ্বিতীয় বিভাগে অনূর্ধ্ব–২০ বছর বয়স সীমা রাখার সিদ্ধান্ত হয়েছে।