লিভারপুলের জাবি আলোনসোকে কোচ হিসেবে পাওয়ার আশা ছেড়ে দেওয়ার কথা আগেই জানিয়েছিল ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। সকালে গার্ডিয়ানের এ খবর চাউর হওয়ার ঘণ্টা কয়েক পর বিষয়টি নিশ্চিত করেছেন আলোনসো নিজেই। জানিয়েছেন, আগামী মৌসুমে লেভারকুসেনের কোচ হিসেবেই থেকে যাচ্ছেন তিনি। লেভারকুসেন–হফেনহেইম ম্যাচ সামনে রেখে সংবাদ সম্মেলনে নিজের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন স্প্যানিশ এ কোচ।
চলতি মৌসুমে অবিশ্বাস্য ছন্দে আছে আলোনসোর লেভারকুসেন। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দলও তারা। ৩৮ ম্যাচে অপরাজিত থাকার পথে জার্মান রেকর্ড ভাঙা দলটি এখন লিগ শিরোপা জয়ের অনেক কাছে পৌঁছে গেছে। আলোনসোর হাত ধরে ইউরোপা লিগের শেষ আটও নিশ্চিত করেছে লেভারকুসেন। এমন দলের কোচকে নিয়ে পরাশক্তি ক্লাবড়ুলোর আগ্রহ তৈরি হওয়াই স্বাভাবিক। সেটা হয়েছেও।
মৌসুম শেষেই ইউরোপের একাধিক শীর্ষ ক্লাবে কোচের পদ খালি হচ্ছে। লিভারপুল ছাড়ার ঘোষণা দিয়েছেন ইয়ুর্গেন ক্লপ, ব্যর্থতার দায় নিয়ে বার্সেলোনা ছাড়বেন জাভি হার্নান্দেজ আর মৌসুম শেষে বিদায় নেবেন বায়ার্ন মিউনিখ কোচ টমাস টুখেলও।
দুইয়ে দুইয়ে চার মিলিয়ে এই ক্লাবগুলোতে আলোনসোর যাওয়া নিয়ে বেশ কিছু খবরও সামনে এসেছে।
এই তিন দলের মধ্যে অবশ্য আলোনসোর সাবেক দুই ক্লাব লিভারপুল ও বায়ার্নের সম্ভাবনাই বেশি দেখা হচ্ছিল। এ দুই দলের মধ্যে আবার এগিয়ে ছিল লিভারপুলই। তবে মৌসুম শেষে দলবদল করে কোথাও না যাওয়ার সিদ্ধান্তটা জানিয়ে দিলেন আলোনসো।
সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘গত সপ্তাহে আমি ক্লাব কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছি এবং লেভারকুসেনের দায়িত্ব পালন করে যাওয়ার কথাটা আমি তাদের জানিয়ে দিয়েছি। আমার ভবিষ্যৎ নিয়ে অনেক কথা হওয়ার পরিপ্রেক্ষিতে আমি এই বিরতিকালে নিজের সিদ্ধান্তের ব্যাপারে ভেবেছি। আমার মনে হয়েছে তরুণ কোচ হিসেবে এটাই আমার জন্য সঠিক জায়গা। বায়ারে (লেভারকুসেন) আমার কাজ শেষ হয়নি। আমি ক্লাবকে সাহায্য করতে চাই, খেলোয়াড়দের বিকশিত হতে সাহায্য করতে চাই। ক্লাবের বোর্ড অসাধারণ। এখানে সবকিছুই দুর্দান্ত।’
নিজের সিদ্ধান্ত নিয়ে আলোনসো আরও বলেছেন, ‘সব বিকল্প আমার সামনে ছিল। আমি আমার সিদ্ধান্ত নিয়ে অনেক ভেবেছি। আর একবার সিদ্ধান্ত গ্রহণের পর সবার সঙ্গে ভাগাভাগি করা জরুরি মনে করেছি। আমি দলীয় আলোচনায় খেলোয়াড়দের জানিয়েছি।’