বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া
বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া

বিশ্বকাপ বাছাই

বাংলাদেশ দলের একাদশে নেই জামাল ভূঁইয়া

ইঙ্গিতটা ছিলই। জামাল ভূঁইয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ ফুটবল দলের একাদশ থেকে বাদ পড়তে যাচ্ছেন। শেষ পর্যন্ত তিনি বাদই পড়েছেন। দেশের হয়ে ৮০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা, বাংলাদেশ দলের দীর্ঘদিনের অধিনায়ক আজ কিংস অ্যারেনায় অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের একাদশে জায়গা পাননি।

সর্বশেষ গত বছরের ২৮ মার্চ সিলেটে সেশেলসের বিপক্ষে তাঁকে শুরুর একাদশে খেলাননি কোচ হাভিয়ের কাবরেরা।

ফিলিস্তিনের বিপক্ষে গত মার্চে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচে চোটের কারণে দলে ছিলেন না ডিফেন্ডার তারিক কাজী ও ফরোয়ার্ড শেখ মোরছালিন। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশে ফিরছেন দুজনই।

জামাল গত বছরের শেষ দিকে আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দো মায়োতে খেলতে গিয়েছিলেন। কিন্তু সেখানে তাঁর অভিজ্ঞতা ভালো ছিল না। আর্জেন্টিনার ক্লাব থেকে বেতন না পাওয়ার অভিযোগ তুলে ফেব্রুয়ারিতে তিনি দেশে ফিরে আবাহনীতে যোগ দেন। প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে আবাহনীর আকাশি-নীল জার্সি পরেও নিয়মিত খেলার সুযোগ পাননি। দ্বিতীয় পর্বের ৯ ম্যাচের বেশির ভাগও ডাগ আউটে বসে কাটিয়েছেন।

বাংলাদেশ দলের ডাগ আউটে জামাল ভূঁইয়া

অস্ট্রেলিয়ার বিপক্ষের দলের গোল পোস্ট সামলাবেন মিতুল মারমা। রক্ষণে খেলবেন তপু বর্মণ, মেহেদী হাসান, তারিক কাজী, ঈসা ফয়সাল ও সাদউদ্দিন। আর মধ্যমাঠে খেলবেন মোহাম্মদ হৃদয়, সোহেল রানা সিনিয়র ও সোহেল রানা জুনিয়র। আক্রমণভাগে থাকছেন রাকিব হোসেন ও শেখ মোরছালিন।

২০১৩ সালে কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জার্সিতে নেপালের বিপক্ষে অভিষেক হয়েছিল ডেনমার্ক জন্ম নেওয়া জামালের। ২০১৮ সালে সাফ চ্যাম্পিয়নশিপ থেকে তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়কত্ব করছেন।
বিশ্বকাপ বাছাইপর্বের ‘আই’ গ্রুপে এখনো পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১ পয়েন্ট। যা এসেছিল নভেম্বরে লেবাননের বিপক্ষে কিংস অ্যারেনায় ১-১ গোলে ড্র থেকে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে একাদশে নেই জামাল ভুঁইয়া

এর আগে নভেম্বরেই গ্রুপের প্রথম ম্যাচে মেলবোর্নে অস্ট্রেলিয়ার কাছে ৭-০ গোলে হারে বাংলাদেশ। গত মার্চ ফিলিস্তিনের বিপক্ষে কুয়েতে অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ হারে ৫-০ গোলে। ঢাকায় হোম ম্যাচে শেষ মিনিটের গোলে ফিলিস্তিনের বিপক্ষে হেরে যায় বাংলাদেশ। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ‘হোম’ ম্যাচের পর গ্রুপের শেষ ম্যাচ ১১ জুন কাতারের দোহায়, প্রতিপক্ষ লেবানন।