২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের (ইউরো) জন্য গতকাল ৩০ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে ইতালি। আতালান্তার হয়ে এবার ইউরোপা লিগজয়ী স্ট্রাইকার জিয়ানলুকা স্কামাক্কা ডাক পেয়েছেন লুসিয়ানো স্পালেত্তির এই প্রাথমিক দলে।
আতালান্তার হয়ে এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২ ম্যাচে ১৮ গোল করেছেন স্কামাক্কা। তবে গত মার্চ থেকে ১১ গোল করার পাশাপাশি ৪টি গোল বানিয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন ২৫ বছর বয়সী এই স্ট্রাইকার। গত মার্চে তাঁকে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে প্রীতি ম্যাচে ইতালি স্কোয়াড থেকে বাদ দিয়েছিলেন কোচ স্পালেত্তি। এর পেছনে কারণ একটি অভিযোগ—ভোর চারটা পর্যন্ত খেলোয়াড়েরা প্লে স্টেশনে খেলেন! স্কামাক্কা এই অভিযোগের কেন্দ্রবিন্দু ছিলেন বলে মনে করা হয়।
ইতালির হয়ে ২০২১ ইউরোজয়ী তারকা স্ট্রাইকার চিরো ইম্মোবিলে বাদ পড়েছেন প্রাথমিক স্কোয়াড থেকে। লাৎসিওর হয়ে এ মৌসুমে বেশ অধারাবাহিক ছিলেন ইম্মোবিলে। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২ ম্যাচে করেছেন ১১ গোল। ইম্মোবিলের জায়গায় স্কামাক্কাকে কার্যকর মনে করেছেন স্পালেত্তি। তাঁর সঙ্গে জুটি বাঁধবেন জুভেন্টাস স্ট্রাইকার ফেদেরিকো কিয়েসা।
তবে ইতালির মাঝমাঠে নিকোলো ফাগিওল্লির ডাক পাওয়াটা চমকপ্রদ ব্যাপার। ফুটবল ম্যাচ নিয়ে জুয়ার অপরাধে সাত ম্যাচ নিষিদ্ধ থাকার পর গত সোমবার জুভেন্টাসের হয়ে মাঠে নামেন ফাগিওল্লি। মাঝমাঠে নিউক্যাসল ইউনাইটেড মিডফিল্ডার সান্দ্রো তোনাল্লির জায়গা হয়নি। বাদ পড়েছেন পিএসজি মিডফিল্ডার মার্কো ভেরাত্তিও।
গত বছর আগস্টে রবার্তো মানচিনির জায়গায় স্পালেত্তি কোচের দায়িত্ব নেওয়ার পর থেকেই ইতালি দলে ডাক পাননি ভেরাত্তি। জুভেন্টাসের ডিফেন্সিভ মিডফিল্ডার ম্যানুয়েল লোকাতেল্লিও স্পালেত্তির স্কোয়াডে ডাক পাননি। কোচের ওপর একটু নাখোশ হয়ে ইনস্টাগ্রামে কালো স্ক্রিন পোস্ট করেন লোকাতেল্লি। ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি ও উইঙ্গার লরেঞ্জো ইনসিনিয়েও বাদ পড়েছেন।
ওয়েম্বলিতে সর্বশেষ ইউরোর ফাইনালে ইংল্যান্ডকে টাইব্রেকারে ৩–২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইতালি। এবার ১৪ জুন থেকে শুরু হবে ইউরো। তার আগে ৬ জুন চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন ইতালি কোচ স্পালেত্তি। ইউরোয় ‘বি’ গ্রুপে ইতালির প্রতিপক্ষ স্পেন, ক্রোয়েশিয়া ও আলবেনিয়া।
ইউরোয় ইতালির প্রাথমিক স্কোয়াড:
গোলকিপার: জিয়ানলুইজি দোন্নারুম্মা, অ্যালেক্স মেরেত, ইভান প্রুভেদেল, গুলিয়েলমো ভিকারিও।
ডিফেন্ডার: ফ্রান্সেসকো আকেরবি, আলেসান্দ্রো বাস্তোনি, রাওয়ুল বেয়ানোভা, আলেসান্দ্রো বুয়োনগিরোনো, রিকার্দো কালাফিওরি, আন্দ্রেয়া কাম্বিয়াসো, মাত্তেও দারমিয়ান, জিওভান্নি দি লোরেঞ্জো, ফেদেরিকো ডিমার্কো, জিয়ানলুকা মানচিনি, জর্জিও স্কালভিনি।
মিডফিল্ডার: নিকোলো বারেল্লা, ব্রায়ান ক্রিসতান্তে, নিকোলা ফাগিওল্লি, মিকায়েল ফোলোরুনসো, দাভিতে ফ্রাত্তেসি, জর্জিনিও, লরেঞ্জো পেলেগ্রিনি, স্যামুয়েল রিচ্চি।
ফরোয়ার্ড: ফেদেরিকো কিয়েসা, স্তেফান এল শারাওয়ে, রিকার্দো ওরসালিনি, গিয়াকোমো রাসপাদোরি, মাতেও রেতেগুই, জিয়ানলুকা স্কামাক্কা ও মাত্তিয়া জাক্বাগনি।