গত কয়েক মাসের জল্পনা এবং যাবতীয় অনুমান যদি সত্যি হয়, তবে পিএসজি ও লিওনেল মেসির সম্পর্ক এখন আর মাত্র দুই ম্যাচের। আজ রাতে স্ত্রাসবুর্গের মুখোমুখি হওয়ার পর আগামী রোববার পিএসজি মৌসুমের শেষ ম্যাচ খেলবে ক্লেরমঁর বিপক্ষে। বিশেষ কোনো নাটকীয় মোড় না এলে এই দুই ম্যাচ খেলেই প্যারিসের ক্লাবটিকে বিদায় বলে দেবেন মেসি। এরপর আগামী মৌসুমে নতুন কিংবা পুরোনো ক্লাবে দেখা যাবে আর্জেন্টাইন তারকাকে।
পুরোনো ক্লাবটি যে বার্সেলোনা, সেটি বোধ হয় না বললেও চলছে। আর নতুন ক্লাব বলতে মেসির সম্ভাব্য গন্তব্য হিসেবে শোনা যাচ্ছে সৌদি আরবের ক্লাব আল–হিলাল এবং যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির নাম। তবে পিএসজি থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়ার আগে অসংখ্য রেকর্ডের মালিক মেসি চাইলে আরও একটি নতুন রেকর্ড নিজের নামের পাশে যুক্ত করে নিতে পারেন।
এই রেকর্ডে মেসি পেছনে ফেলতে পারেন আর্জেন্টিনা জাতীয় দলের সতীর্থ আনহেল দি মারিয়াকে। আর রেকর্ডটি হলো লিগ ‘আঁ’তে এক মৌসুমে সবচেয়ে বেশি ‘অ্যাসিস্ট’–এর (গোলে সহায়তা) রেকর্ড। ১৮ অ্যাসিস্ট নিয়ে যেটি এখন আছে দি মারিয়ার দখলে। ২০১৫-১৬ মৌসুমে পিএসজিতে খেলার সময় ১৮টি গোলে সহায়তা করে নতুন এক রেকর্ড গড়েন দি মারিয়া।
গত মৌসুমে ১৭ গোলে অ্যাসিস্ট করে দি মারিয়ার কাছাকাছি এসেও শেষ পর্যন্ত রেকর্ডটি ভাঙতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। চলতি মৌসুমে এখন পর্যন্ত দুই ম্যাচ হাতে রেখে মেসি গোলে সহায়তা করেছেন ১৬টি।
যেখানে এমবাপ্পেকে ১১ গোলে, নেইমারকে ৪ গোলে এবং সের্হিও রামোসকে ১ গোলে সহায়তা করেছেন আর্জেন্টাইন মহাতারকা। এখন শেষ দুই ম্যাচে আর ৩টি অ্যাসিস্ট করতে পারলে দি মারিয়াকে ছাড়িয়ে এক মৌসুমে সবচেয়ে বেশি অ্যাসিস্টের তালিকায় সবার ওপরে উঠে আসতে পারবেন মেসি।
মৌসুমে ১৮ বা তার বেশি গোলে সহায়তা অবশ্য মেসির জন্য নতুন কিছু নয়। লা লিগায় বার্সেলোনার হয়ে অন্তত চারবার ১৮ বা তার বেশি গোলে সহায়তা করেছেন মেসি। ২০১৯-২০ মৌসুমে তো মেসি অ্যাসিস্ট করেছিলেন ২২ গোলে।
তাই আগামী দুই ম্যাচে মেসি যদি অ্যাসিস্টে দি মারিয়াকে ছাড়িয়ে যান, খুব বেশি অবাক করার মতো কিছু হবে না। এদিকে আজ রাতেই লিগ ওয়ান শিরোপা ঘরে তুলতে পারে পিএসজি। স্ত্রাসবুর্গের বিপক্ষে হার এড়াতে পারলেই নিশ্চিত হবে পিএসজির শিরোপা।