ইংল্যান্ড জাতীয় দল ও বার্সেলোনার সাবেক কোচ টেরি ভেনাবলস মারা গেছেন। ৮০ বছর বয়সী ভেনাবলস দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থায় ভুগছিলেন। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে পরিবারের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে।
গত শতাব্দীর ষাট ও সত্তর দশকে চেলসি, টটেনহাম ও কিউপিআরের হয়ে ৫০০–এর বেশি ফুটবল ম্যাচ খেলেছেন ভেনাবলস। দুটি ম্যাচ খেলেছেন ইংল্যান্ড জাতীয় দলের হয়েও। তবে মিডফিল্ডার ভূমিকার খেলোয়াড়ি পরিচয় ছাপিয়ে ভেনাবলস খ্যাতি পান কোচিংয়ে।
১৯৯৪ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ইংল্যান্ডের কোচ ছিলেন ভেনাবলস। তাঁর অধীন ১৯৯৬ ইউরোর সেমিফাইনালে ওঠে ইংলিশরা। তারও আগে ১৯৮৪ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ভেনাবলস ছিলেন বার্সেলোনার ডাগআউটে। তাঁর সময়ে ১৯৮৫ সালে লা লিগা জেতে বার্সেলোনা, যা ১৯৭৪ সালের পর ক্লাবটির প্রথম লিগ শিরোপা।
ভেনাবলসের অধীন ১৯৮৬ সালে ইউরোপিয়ান কাপের (এ সময়ের চ্যাম্পিয়নস লিগ) ফাইনালেও ওঠে বার্সেলোনা, যা ছিল ১৫ বছরের মধ্যে কাতলান ক্লাবটির প্রথম ইউরোপিয়ান কাপ ফাইনাল। সেভিয়ায় অনুষ্ঠিত সেই ফাইনালে অবশ্য রোমানিয়ান ক্লাব স্টুয়া বুখারেস্টের কাছে টাইব্রেকারে হেরে যায় বার্সা। ভেনাবলসই এভারটন থেকে গ্যারি লিনেকারকে বার্সেলোনায় নিয়ে গিয়েছিলেন।
বার্সেলোনা ও ইংল্যান্ড ছাড়াও টটেনহাম, ক্রিস্টাল প্যালেস, কিউপিআর, লিডস ইউনাইটেড এবং অস্ট্রেলিয়া জাতীয় দলকে কোচিং করিয়েছেন ভেনাবলস। ২০০৭ সালের পর আর কোনো দলের দায়িত্ব তিনি নেননি।
দীর্ঘদিন জনসমক্ষের আড়ালে থাকা ভেনাবলসের মৃত্যুর সংবাদ জানিয়ে পরিবারের বিবৃতিতে লেখা হয়, ‘আমরা একজন চমৎকার স্বামী ও পিতাকে হারিয়ে গভীরভাবে শোকাহত, যিনি দীর্ঘ অসুস্থতার লড়াই শেষে গতকাল শান্তিপূর্ণভাবে বিদায় নিয়েছেন।’
লিগ ম্যানেজার্স অ্যাসোসিয়েশন (এলএমএ) এক বিবৃতিতে শোক প্রকাশ করেছে, ‘এলএমএ সদস্য এবং সাবেক প্রেসিডেন্ট টেরি ভেনাবলসের মৃত্যুতে এলএমএ গভীরভাবে শোকাহত। এই সময়ে টেরির পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল।’