স্টেডিয়ামের ফটক খোলার কয়েক ঘণ্টা আগেই ভিড় জমান দর্শকেরা। কয়েক শ মিটার দূরে তাঁদের অপেক্ষায় রাখেন নিরাপত্তাকর্মীরাখেলা শুরুর আগে তিল ধারণের ঠাঁই নেই পরিস্থিতি তৈরি হয় বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে
অবশেষে আর্জেন্টিনার জার্সিতে তিন তারকা। ৩ যুগ অপেক্ষার পর...ম্যাচ শুরুর আগে মাঠে নেমে পড়ে আর্জেন্টাইন ফুটবলারদের সন্তানরা। গ্যালারি ভরা দর্শকের সামনে উৎফুল্ল মেসির দুই ছেলে
বিজ্ঞাপন
বিশ্বকাপজয়ী সঙ্গীর উৎসবের দিনে হাজির হন আর্জেন্টাইন ফুটবলারদের স্ত্রী–প্রেমিকারাপানামার বিপক্ষে ম্যাচটা ছিল ‘ফ্রেন্ডলি’। জয় বা হারের বিশেষ গুরুত্ব ছিল না। কিন্তু গোলের পর আর্জেন্টাইনদের উদ্যাপন ছিল উচ্ছ্বাসে ভরা, সময়টা যে উপভোগের
সব ফুটবলারের জন্য ছিল একটা করে রেপ্লিকা ট্রফিআর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া চলে এসেছেন। ট্রফি উঁচিয়ে ধরার অপেক্ষায় মেসিরাএই আমাদের বিশ্বকাপ, এটা আর্জেন্টাইনদের জন্য—যেন এমনটাই জানান দিলেন মেসি–দি মারিয়ারাউৎসবের কেন্দ্রে অবশ্যই মেসি, সঙ্গে তাঁর স্ত্রী–সন্তানও
স্কালোনিকে মাথায় তুলে নাচলেন ফুটবলাররাসতীর্থদের উদ্যাপনের মধ্যমণি হয়ে ওঠেন মেসিওআর্জেন্টাইন ফুটবলাররা আনন্দ ভাগাভাগি করে নিলেন গ্যালারি ভরা দর্শকের সঙ্গেওখেলোয়াড়দের সঙ্গে এক ফ্রেমে বিশ্বকাপ ট্রফি, পরিবারের সদস্য ও দর্শক। অতঃপর মধুরেণ সমাপয়েৎ