লিওনেল মেসি কি আবার বার্সেলোনায় ফিরবেন বা নিজের সাবেক ক্লাবে ফিরতে চাইলেও সেটা কি সম্ভব হবে—ইউরোপের ফুটবল আকাশে এখন ভেসে বেড়াচ্ছে এই প্রশ্নগুলো।
কোটি টাকার প্রশ্ন, কিন্তু উত্তর জানা এত সহজ নয়। দিন দুয়েক আগে লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস বলেছেন, মেসিকে ফেরানোর প্রক্রিয়া জটিল হবে।
তেবাস এমন কথা বলেছেন বার্সার আর্থিক সংকটের দিকে তাকিয়ে। মেসিকে ফেরাতে বার্সেলোনাকে অনেক কিছুই করতে হবে। লা লিগার বেতনসীমার যে বাধ্যবাধকতা আছে, সেটি পূরণ করতে হবে। উয়েফার আর্থিক সংগতি নীতির মধ্যে হতে হবে মেসির বেতনকাঠামো। সব মিলিয়ে বার্সেলোনা মেসিকে ফেরাতে পারবে কি না, তা নিয়ে সংশয় থাকছেই।
সবকিছুর পরও মেসিকে ফেরাতে মরিয়া বার্সেলোনা। এসব কিছু নিয়ে কথা বলতে এবং সম্ভাব্য সমাধান বের করতে লা লিগার সঙ্গে বার্সেলোনার কর্তৃপক্ষ বৈঠক করেছে বলে জানিয়েছেন দলটির কোচ জাভি হার্নান্দেজ।
নিজেদের মাঠে আজ রাতে রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচ খেলতে নামবে বার্সেলোনা। এ ম্যাচের আগের সংবাদ সম্মেলনে কাল জাভি বলেছেন, ‘হ্যাঁ, বার্সেলোনা লা লিগার সঙ্গে দেখা করেছে। তবে এ দেখা করা শুধু লিওর সম্ভাব্য ফেরার বিষয় নিয়েই কথা বলতে নয়।’
২০২১ সালে আর্থিক সংকট চরমে পৌঁছেছিল বার্সেলোনার। সেই সংকট মেটাতে এবং উয়েফার আর্থিক সংগতি নীতির মধ্যে দলের বেতনকাঠামো রাখতে মেসিকে ছেড়ে দিতে হয়েছিল ক্যাম্প ন্যুয়ের ক্লাবটিকে। এখন মেসিকে আবার ফেরাতে মরিয়া হয়ে উঠেছেন তাঁর সাবেক সতীর্থ এবং বার্সার বর্তমান কোচ জাভি।
বিষয়টি নিয়ে জাভি বলেছেন, ‘আগামী বছর আমরা দলের উন্নতি করতে চাই। কিন্তু এটা এখন গুরুত্বপূর্ণ নয়। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লিগ জেতা।’