অ্যান্টওয়ার্পের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে জাভি
অ্যান্টওয়ার্পের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে জাভি

বার্সার প্রতি সমর্থকদের ‘নির্দয়’ প্রত্যাশার কারণ কী, জানালেন জাভি

আরও একটি চ্যাম্পিয়নস লিগ মৌসুম শুরু করতে যাচ্ছে বার্সেলোনা। আজ রাতে গ্রুপ পর্বের ম্যাচে অ্যান্টওয়ার্পের বিপক্ষে মাঠে নামবে জাভি হার্নান্দেজের দল। নতুন মৌসুম শুরুর আগে বার্সা কোচ জাভিকে গত দুই মৌসুমে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার দুঃসহ অভিজ্ঞতা মনে করতেই হলো। অবশ্য ভুলবেনই–বা কী করে!

যে দলের প্রতি এত প্রত্যাশা সমর্থকদের, সেই দলেরই গ্রুপ পর্ব থেকে বিদায়ের ব্যাপারটা হয়তো সহজে ভোলারও নয়! তবে নতুন মৌসুম শুরুর আগে বার্সার প্রতি সমর্থকদের এমন প্রত্যাশার কারণ কী, সেটিও খুঁজে বের করেছেন জাভি।

২০২১ সালের আগে ইতিহাসে মাত্র তিনবার চ্যাম্পিয়নস লিগের পরের রাউন্ডে উঠতে পারেনি বার্সা। কিন্তু লিওনেল মেসি ক্লাব ছাড়ার পর সেই বার্সাই এখন পর্যন্ত চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় পর্বেই যেতে পারেনি।

অবশ্য এই সময় ক্লাব হিসেবে বার্সাকে বেশ অস্থির সময়ই পার করতে হয়েছে। আর্থিক সংকট যেমন ছিল, তেমনি যেতে হয়েছে অনেক পরিবর্তনের মধ্যে দিয়ে। কিন্তু সেসবও চ্যাম্পিয়নস লিগের প্রথম পর্বেই বাদ পড়ার মতো কারণ নয়, বার্সার সমর্থকেরা এমন মনে করেন।

ক্লাবকে ঘিরে তাদের প্রত্যাশা অনেক বেশি হওয়াই স্বাভাবিক। এ আকাশচুম্বী প্রত্যাশাকে জাভি বলেছেন অনেকটাই ‘নির্দয়’। কেন এমন চাওয়া, আজকের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সেই ব্যাখ্যায় বার্সা কোচ বলেছেন, ‘এটা বার্সা, আমাদের প্রতি মানুষের চাওয়া অনেক, প্রত্যাশা অনেক বেশি। এটা আসলে আমাদের সময়ের ভালো পারফরম্যান্সের প্রভাব। ২০০৬ থেকে ২০১৫, এই ১০ বছরে আমরা ৪টি চ্যাম্পিয়নস লিগ জিতেছিলাম। আমরা চ্যালেঞ্জ নিতে ভালোবাসি, তবে চাহিদা এত বেশি, এটা অনেকটাই নির্দয়। এটার কারণ ওই অসাধারণ যুগটা, ক্লাবের সেরা সময়টা।’

অনুশীলেন জাভির দল

২০২১ সালের নভেম্বরে কঠিন একসময়ে বার্সেলোনার দায়িত্ব নিয়েছিলেন জাভি। খেলোয়াড় হিসেবে যে বার্সাকে ট্রেবল জিতিয়ে ক্লাব ছেড়েছিলেন, সেই দলই তখন ভরাডুবির মুখে। এমন সময়ে দায়িত্ব নিয়ে ক্লাবকে খারাপ সময় থেকে টেনে তুলেছেন এই স্প্যানিশ কিংবদন্তি। গত মৌসুমেই জিতিয়েছেন লা লিগার ট্রফি। এবারের ইউরোপিয়ান লড়াই শুরুর আগেও বার্সা কোচ আশা দেখছেন, ‘খেলোয়াড়দের মুখের দিকে তাকিয়ে আনন্দ, আশা, আকাঙ্ক্ষা দেখছি।’