বাজেভাবে বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করল বাংলাদেশ
বাজেভাবে বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করল বাংলাদেশ

বলছেন সাব্বির–চুন্নুরা

‘লিগ ভালো না হলে জাতীয় দল ভালো হবে কীভাবে’

বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে কাল দোহায় লেবাননের কাছে ৪–০ গোলে উড়ে গেছে বাংলাদেশ। এবারের বাছাইপর্বে দ্বিতীয় রাউন্ডে খেলা ছয় ম্যাচের একটিতেও জেতেনি বাংলাদেশ, হেরেছে পাঁচটিতে, একটিতে ড্র। এর মধ্যে হজম করেছে ২০ গোল। এমন বাজে বিশ্বকাপ বাছাইয়ের পর বাংলাদেশ দলের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠেছে দেশের ফুটবলাঙ্গনে। প্রশ্ন উঠছে স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার দল নির্বাচন নিয়েও। জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলাররা মনে করছেন, পরীক্ষা–নিরীক্ষাটা একটু বেশিই করে ফেলছেন কাবরেরা। একই সঙ্গে বিদেশের মাটিতে বারবার ভরাডুবির জন্য সাবেক তারকারা অভিযুক্ত করেছেন বাংলাদেশের ফুটবলারদের বছরজুড়ে উন্নত মানের মাঠে খেলার অনভ্যাসকে।

লিগ ভালো না হলে জাতীয় দল ভালো হবে না, মত সাব্বিরের

আশরাফউদ্দিন চুন্নু, রুম্মান বিন ওয়ালী সাব্বির, ইমতিয়াজ আহমেদ নকীব—তিনজনই লেবাননের বিপক্ষে ম্যাচটা দেখেছেন। তিনজনই হতাশ দলের খেলা দেখে। তাঁদের কথা, দল উন্নতি করছে দাবি করা হয়, কিন্তু উন্নতির কোনো ছাপ লেবাননের বিপক্ষে ম্যাচে তাঁদের চোখেই পড়ছে না। ইমতিয়াজ আহমেদ নকীব বিরক্ত দল নির্বাচন নিয়ে, ‘আমি আগেই এটা নিয়ে বলেছি। কাবরেরা ভালো কোচ, কিন্তু তিনি কিছু খেলোয়াড়ের প্রতি দুর্বল। প্রিমিয়ার লিগের পারফরমারদের তিনি দলে নেন না। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে মেহেদী হাসানকে পুরো ৯০ মিনিট খেলিয়েছেন তিনি। দল খুব খারাপ করেনি। কিন্তু সেই মেহেদীকেই তিনি দেশে রেখে গেলেন। কাল বিশ্বনাথকে খেলালেনই না। শাকিল হোসেনকে হঠাৎ করে নামিয়ে দিলেন। সেই শাকিলই ভুল করে শুরুতেই পেনাল্টি পাইয়ে দিয়েছে লেবাননকে। শাহরিয়ার ইমন আর কাজেম শাহকে নামালেন সব শেষ হয়ে যাওয়ার পর। দল নির্বাচনে তাঁর ভাবনা আমার মাথায় ঢোকে না।’

চুন্নুর প্রশ্ন, এত দিনে একটা ভালো মাঠ বানাতে পারল না কেন বাফুফে

রুম্মান বিন ওয়ালী সাব্বির দায় দেখেন পুরো ব্যবস্থারই, ‘ফুটবল যেভাবে চলছে, তাতে হঠাৎ করে আমাদের জাতীয় দল ভালো হয়ে যাবে, সেটি মনে করার কোনো কারণ নেই। কোচকে খুব নির্দিষ্ট কিছু খেলোয়াড় নিয়ে দল গঠন করতে হয়। তা ছাড়া এখানে প্রিমিয়ার লিগের কোনো আবেদন নেই। প্রতিদ্বন্দ্বিতা নেই। ভালো খেলোয়াড় আসবে কীভাবে। জাতীয় দল তো অনেক পরের ব্যাপার।’

নকীব বিরক্ত কাবরেরার দল নির্বাচন নিয়ে

আশরাফউদ্দিন চুন্নুও একমত সাব্বিরের সঙ্গে, ‘এখানে যে মাঠে খেলোয়াড়েরা খেলে, বিদেশে গিয়ে তারা উন্নত মানের মাঠে কীভাবে ভালো খেলবে? আমরা কি এই দেশে একটাও উন্নত মানের মাঠ বানাতে পারব না? ঘরোয়া লিগটাকে উন্নত করতে পারব না? ১০ বছরের একটা পরিকল্পনা করতে পারব না? এসব না করলে জাতীয় দল কীভাবে ভালো হবে?’

দল নির্বাচন নিয়ে আশরাফউদ্দিন চুন্নুর পর্যবেক্ষণ, ‘এবারের লিগের দুই সেরা পারফরমার শাহরিয়ার ইমন আর কাজেম শাহ। কিন্তু কাবরেরা তাদের বসিয়ে রাখলেন। হয়তো তাঁর বিশেষ কোনো পরিকল্পনা ছিল। কিন্তু যে পরিকল্পনাই থাক, সেটি তো ওলট–পালট হয়ে গেছে ম্যাচের শুরুতেই। বিশ্বনাথকে খেলাননি। তিনি এখন পর্যন্ত একটা পরিপূর্ণ দল গড়তে পারেননি, এটা তাঁর ব্যর্থতা।’