লিভারপুলের ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ
লিভারপুলের ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ

হলান্ডের সঙ্গে গোলের লড়াই প্রভাব ফেলবে না সালাহর খেলায়

আর্লিং হলান্ড কত গোল করবেন এবারের প্রিমিয়ার লিগে? ইংল্যান্ডের ফুটবলে এই নিয়ে আলোচনা চলছে। কোনো কোনো সংবাদমাধ্যম এ নিয়ে জরিপও করছে। এমনই একটি জরিপে ৪ হাজার ১৪৫ জন ভোটারের মধ্যে ৩৯ শতাংশ মনে করেন ম্যানচেস্টার সিটিতে প্রথম মৌসুমে ২১ থেকে ৩০ গোল করবেন হলান্ড। ৩৩ শতাংশ ভোটার মনে করেন হলান্ডের গোল হবে ১১ থেকে ২০টি। আর ১৩ শতাংশ ভোটার ভোট দিয়েছেন হলান্ডের ৩১ থেকে ৪০ গোল করার পক্ষে।

২৩টি করে গোল নিয়ে গত মৌসুমে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা হন লিভারপুলের ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ ও টটেনহামের সন ইউং-মিন। এবার সর্বোচ্চ গোলদাতা হওয়ার প্রতিযোগিতায় সালাহ-সনদের সঙ্গে লিগের পুরোনো খেলোয়াড় হ্যারি কেইন তো আছেনই, নতুন করে যোগ হয়েছেন হলান্ড আর বেনফিকা থেকে সালাহর দল লিভারপুলেই নাম লেখানো দারউইন নুনিয়েজ।

সিটির হয়ে নেমেই গোল পেয়েছেন হলান্ড। সেটা প্রাক্‌–মৌসুম প্রস্তুতি ম্যাচে। প্রিমিয়ার লিগে কী করবেন?

তা, সর্বোচ্চ গোলদাতা হওয়ার লড়াইয়ে পুরোদস্তুর দুজন স্ট্রাইকার হলান্ড ও নুনিয়েজ যোগ হওয়ায় কি সালাহর চাপ একটু বাড়বে? চাপ যদি বাড়ে, সেটার প্রভাব পড়তে পারে লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ডের খেলায়ও। ফুটবল–বিশ্বে এমন আলোচনা হচ্ছে। আসলেই সালাহর চাপ বাড়বে কি না, সেটা কিছুটা হলেও বোঝা যাবে আজই। ফুলহামের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের প্রিমিয়ার লিগে যে আজই প্রথম মাঠে নামবে লিভারপুল।

ম্যাচে কী হবে তা পরেই জানা যাবে, কিন্তু লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ মনে করেন, সর্বোচ্চ গোলদাতা হওয়ার লড়াইয়ে বাড়তি প্রতিদ্বন্দ্বী হিসেবে হলান্ড ও নুনিয়েজের যোগ হওয়ার প্রভাব সালাহর পারফরম্যান্সে পড়বে না। ক্লপের বিশ্বাস, এবার সালাহ গত মৌসুমের চেয়ে বেশি গোল করবেন।

লিগে সর্বোচ্চ গোলের প্রতিযোগিতায় এবার সালাহর সঙ্গে লড়বেন তাঁরই নতুন সতীর্থ ডারউইন নুনিয়েজ

৩০ বছর বয়সী মিসরীয় ফরোয়ার্ডকে নিয়ে নিজের আশার কথা জানাতে গিয়ে ক্লপ বলেছেন, ‘নতুন স্ট্রাইকার আসছে। রবার্ট লেভানডফস্কি জার্মানি ছাড়ার পর একটা আলোচনা হচ্ছে—কে সেখানকার নতুন গোলদাতা হবে? এমন আলোচনা লোকেরা করে।’

ক্লপ এরপর যোগ করেন, ‘আমি জানি না, মানুষ ভিন্ন কিছুর মাধ্যমে অনুপ্রাণিত কি না। আমি মনে করি মোয়ের (সালাহ) সবচেয়ে বড় অনুপ্রেরণা হচ্ছে ম্যাচ জেতা এবং গোল করা। এটাই আসল বিষয়।’ ক্লপের পরের কথা, ‘আমার মনে হয় না সে অন্য খেলোয়াড় বা তা তারা খুব বেশি গোল করে কি না, তা নিয়ে ভাবে।’