রিয়ালকে ম্যাচে প্রথম গোল এনে দেন ব্রাহিম দিয়াজ
রিয়ালকে ম্যাচে প্রথম গোল এনে দেন ব্রাহিম দিয়াজ

কাদিজকে হারিয়ে শিরোপা-উৎসবের অপেক্ষায় রিয়াল

রিয়াল মাদ্রিদ ৩:০ কাদিজ

ম্যাচ সান্তিয়াগো বার্নাব্যুতে, প্রতিপক্ষ অবনমন অঞ্চলে থাকা কাদিজ—এমন ম্যাচে রিয়াল মাদ্রিদের জয় নিয়ে সংশয় ছিল কমই। কার্লো আনচেলত্তির দল সংশয় রাখেওনি। আজ ঘরের মাঠে কাদিজকে ৩–০ গোলে হারিয়েছে রিয়াল।

এই জয়ে আজই লা লিগা শিরোপা নিশ্চিত করতে নিজেদের কাজটি সেরে রেখেছে রিয়াল। দিনের অন্য ম্যাচে জিরোনা-বার্সেলোনা ম্যাচ ড্র হলে বা জিরোনা জিতলেই চ্যাম্পিয়ন হবে রিয়াল। লিগের বাকি চার ম্যাচের ফলে কোনো হেরফের হবে না।

দিন শেষে রিয়ালের জন্য দিনটি শিরোপা নিশ্চিতের হোক বা না হোক, থিবো কোর্তোয়ার জন্য কাদিজ ম্যাচটি বিশেষভাবে স্মরণীয়। চোটের কারণে মৌসুমের শুরু থেকে খেলার বাইরে থাকা গোলকিপার আজই প্রথমবার প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নেমেছেন।

মৌসুমে প্রথমবার মাঠে নামেন থিবো কোর্তোয়া

ম্যাচের ৫০তম মিনিটে কাদিজ ফরোয়ার্ড ক্রিস্টোফার রামোসের গোল–সম্ভাবনার আক্রমণ রুখে দিয়ে বার্নাব্যু গ্যালারি থেকে বিপুল করতালিও পেয়েছেন কোর্তোয়া।

অবশ্য ম্যাচে তখনো গোলই পায়নি রিয়াল মাদ্রিদ। তিন গোলের প্রথমটি আসে ৫১তম মিনিটে। লুকা মদরিচের বাড়ানো বল কাদিজের চার খেলোয়াড় পরিবেষ্টিত হয়েও দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে জালে পাঠান ব্রাহিম দিয়াজ।

দ্বিতীয় গোলটি আসে জুড বেলিংহামের কাছ থেকে। ৬৬তম মিনিটে বদলি নেমে দুই মিনিট পরই দিয়াজের চমৎকারভাবে বাড়ানো বল পায়ের টোকায় জালে জড়ান ইংলিশ মিডফিল্ডার।

বেলিংহামের মতো ভিনিসিয়ুস জুনিয়রও মাঠে নামেন বদলি হিসেবে। ৯০তম মিনিটে ভিনি আর নাচো হয়ে বল যায় হোসেলুর কাছে, যিনি ঠান্ডা মাথায় দলকে এনে দেন তৃতীয় গোল।

বদলি নামার দুই মিনিট পরই গোল করেন জুড বেলিংহাম

৩৪ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৮৭। বার্সেলোনা ৩৩ ম্যাচে ৭৩ পয়েন্ট দুই আর জিরোনা সমান ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে তিনে আছে।

বার্সেলোনা জিরোনার সঙ্গে ড্র করলেই রিয়াল এগিয়ে থাকবে ১৪ পয়েন্ট, যে ব্যবধান পরের চার ম্যাচে আর ঘোচানো সম্ভব নয়। রিয়াল এখন ৩৬তম লিগ শিরোপা হাতে তোলার অপেক্ষায়।