আল হিলালের সঙ্গে নেইমারের চুক্তির মেয়াদ ফুরাবে আগামী বছরের জুনে। এবার নেইমার নাকি সৌদি আরবের পাট চুকিয়ে ফিরবেন নিজ দেশ ব্রাজিলে, নাম লেখাবেন শৈশবের ক্লাব সান্তোসে। স্প্যানিশ ক্রীড়া দৈনিক স্পোর্ত তো কদিন আগে এও দাবি করেছে, ৩২ বছর বয়সী তারকা ফরোয়ার্ড নাকি সান্তোস কর্তৃপক্ষকে সবুজ সংকেত দিয়ে রেখেছেন।
তা নেইমার যেহেতু ব্রাজিলে ফিরবেনই, তাহলে শুধু সান্তোস কেন; অন্য কোনো ক্লাবও তো তাঁকে কিনতে পারে। পালমেইরাস সান্তোসেরই নগর প্রতিদ্বন্দ্বী সাও পাওলোর ক্লাব হওয়ায় তাদেরও নেইমারের ব্যাপারে আগ্রহ থাকাটা স্বাভাবিক।
তবে সেই সম্ভাবনায় শুরুতেই জল ঢেলে দিয়েছেন পালমেইরাসের সভাপতি লেইলা পেরেইরা। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ইউএলও’-কে দেওয়া সাক্ষাৎকারে চোটজর্জর নেইমারকে নিয়ে অনেকটা তাচ্ছিল্যের সুরে কথা বলেছেন ৬০ বছর বয়সী এই নারী ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী। তবে তিনি নেইমারের খেলার প্রশংসাও করেছেন।
চোট ও নেইমার অনেক আগে থেকেই সমার্থক হয়ে উঠেছে। এক বছর পর সম্প্রতি মাঠে ফিরলেও নতুন করে চোটে পড়ে আবারও এক মাসের জন্য ছিটকে গেছেন তিনি।
এমন আনফিট খেলোয়াড়কে দলে দরকার নেই বলে সাক্ষাৎকারে জানিয়েছেন পালমেইরাস সভাপতি লেইলা পেরেইরা, ‘নেইমারকে পালমেইরাসে চাই না। কারণ, এই ক্লাব কোনো চিকিৎসা বিভাগ (মেডিকেল) নয়। আমি এমন একজনকে চাই, যে অচিরেই দলে আসতে পারে, কোচের চাওয়া অনুযায়ী আগামীকালই খেলতে নেমে যেতে পারে। আনফিট কারও ক্লাবে সই করা আমি মেনে নেব না।’
নেইমারকে প্রশংসায় ভাসিয়ে লেইলা পেরেইরা আরও বলেছেন, ‘সে অনেক বড় মাপের খেলোয়াড়। তবে সে এখানে আসবে না, সান্তোসে যাবে। যদিও আমি ঠিক জানি না। প্রশ্নটা আপনাকে সান্তোসকে করতে হবে। এতে আমার কোনো অসুবিধা নেই।’
২০২১ সাল থেকে পালমেইরাসের সভাপতির দায়িত্বে আছেন লেইলা পেরেইরা। ক্রীড়া সংগঠক ও ব্যবসার পাশাপাশি আইনজীবী ও সাংবাদিক হিসেবেও তাঁর নামডাক আছে। ইউওএল জানিয়েছে, ৩ বছরের মধ্যেই লেইলা ব্রাজিলের বিখ্যাত ও জনপ্রিয় ক্রীড়া পরিচালক হয়ে উঠেছেন। আগামী বছর পালমেইরাসের সভাপতি নির্বাচনে তিনিই প্রধান প্রার্থী হতে যাচ্ছেন।