প্রায় মাঝপথে ইউরোপীয় ফুটবলের ২০২৪-২৫ মৌসুম। ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা, সিরি ‘আ’ ও বুন্দেসলিগায় চলছে জমজমাট প্রতিদ্বন্দ্বিতা। টানা দুই ম্যাচে পয়েন্ট হারিয়েছে প্রিমিয়ার লিগের শীর্ষ দল লিভারপুল। তাতে ব্যবধান কমিয়েছে টানা জয়ের মধ্যে থাকা চেলসি। আর ব্যাখ্যাতীত বাজে সময় কাটিয়ে উঠতে পারছে না সিটি। লা লিগায় বার্সা, রিয়াল ও আতলেতিকোর ত্রিমুখী লড়াই জমে উঠেছে। সিরি ‘আ’তে টানা ১০ ম্যাচ জিতেছে শীর্ষ দল আতালান্তা।
নিউক্যাসলের পর ফুলহামের সঙ্গেও ড্র—টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারিয়েছে পয়েন্ট তালিকার শীর্ষ দল লিভারপুল। সেই সুযোগে লিভারপুলের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়ে এনেছে চেলসি। রোববার ব্রেন্টফোর্ডকে ২-১ গোলে হারিয়ে লিগে টানা পঞ্চম জয়ে পেয়ে লিভারপুলের সঙ্গে ব্যবধানটা ২ পয়েন্টে নামিয়ে এনেছে চেলসি। তবে লিভারপুল একটি ম্যাচ কম খেলেছে।
চেলসির জয়যাত্রা যেমন চলছে, তেমনি বাজে সময় বজায় থেকেছে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির। টানা দ্বিতীয় ম্যাচ ড্র করেছে তৃতীয় স্থানে থাকা আর্সেনাল। আর পেপ গার্দিওলার সিটি তো ব্যর্থতার নতুন দিগন্তেই প্রবেশ করেছে। রোববার ম্যানচেস্টার ডার্বিতে ৮৭ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হেরেছে সিটি। সর্বশেষ সাত ম্যাচে পঞ্চম হারের দেখা পাওয়া সিটি আছে পাঁচে। সিটিকে হারিয়েও ইউনাইটেড পড়ে আছে ১৩ নম্বরে।
সর্বশেষ পাঁচ ম্যাচে মাত্র একটি জয়, হার দুটিতে—লা লিগায় উড়তে থাকা বার্সেলোনা মুখ থুবড়ে পড়েছে মাটিতে। সর্বশেষ রোববার ঘরের মাঠে লেগানেসের কাছে ১-০ গোলে হেরেছে হান্সি ফ্লিকের দল। তবু ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই আরেকটি গেমউইক শেষ করেছে বার্সা। এ তথ্য অবশ্য শুভংকরের ফাঁকি বৈ আর কিছু নয়।
রোববারই হেতাফেকে হারিয়ে টানা ষষ্ঠ জয় পাওয়া আতলেতিকোরও পয়েন্ট ৩৮। গোল ব্যবধানে পিছিয়ে থাকলেও আতলেতিকো বার্সার চেয়ে একটি ম্যাচ কম খেলেছে। বার্সাকে টপকে শীর্ষে ওঠার সুযোগ ছিল রিয়াল মাদ্রিদের। শনিবার রায়ো ভায়েকানোর সঙ্গে ৩-৩ গোলে ড্র করে আগেই সুযোগ হারানো রিয়াল ১ পয়েন্ট কম নিয়ে আছে তিনে।
ইতালিতে রীতিমতো উড়ছে আতালান্তা। প্রথম ছয় ম্যাচের মাত্র দুটিতে জেতা দলটি এরপর জিতল টানা ১০ ম্যাচ। আগের সপ্তাহেই টানা নবম জয় পেয়েই শীর্ষে ওঠা দলটি এ সপ্তাহে কালিয়ারিকে হারিয়ে ধরে রেখেছে শীর্ষস্থান। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে দুইয়ে নাপোলি। দুই ম্যাচ কম খেলে ইন্টার মিলান ৩১ পয়েন্ট নিয়ে আছে তিনে।
চোটের কারণে হ্যারি কেইন নেই। ইংলিশ স্ট্রাইকারকে ছাড়া খেলে এ সপ্তাহে মাইনৎসের কাছে হেরেছে বায়ার্ন মিউনিখ। ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে তবু বায়ার্নই শীর্ষে বুন্দেসলিগায়। গতবারের চ্যাম্পিয়ন বায়ার লেভারকুসেন ৪ পয়েন্ট পিছিয়ে থেকে দুইয়ে। অগসবুর্গকে হারিয়ে টানা চতুর্থ জয় পেয়েছে জাবি আলোনসোর দল।