গোলবন্যায় পরের পর্বে গেল রাজশাহী বিশ্ববিদ্যালয়
গোলবন্যায় পরের পর্বে গেল রাজশাহী বিশ্ববিদ্যালয়

ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল: গোলবন্যায় চূড়ান্ত পর্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রথম আলোর আয়োজনে ও ইস্পাহানি গ্রুপের পৃষ্ঠপোষকতায় চলছে দ্বিতীয় আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। আজ সকালে গোলবন্যার এক ম্যাচ দিয়ে শুরু হয়েছিল রাজশাহী পর্বের খেলা। যেখানে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে ৬-১ গোলে উড়িয়ে দেয় রাজশাহী বিশ্ববিদ্যালয়। সকালে এই ম্যাচ দেখে মনে হচ্ছিল, রাজশাহী পর্বে এটিই হয়তো সবচেয়ে বেশি গোলের ম্যাচ হতে যাচ্ছে। কিন্তু আসল চমক যে তখনো বাকি।

এর মধ্যে সি-গ্রুপের দ্বিতীয় রাউন্ডের খেলায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মাঠে উপস্থিত না হওয়াতে ওয়াক ওভারে ২-০ গোলে বিজয়ী ঘোষণা করা হয় আহ্ছানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে। এরপর রাজশাহী পর্বের চূড়ান্ত খেলায় যা হলো সেটাকে গোলবন্যা বললেও কম বলা হয়।

এই ম্যাচে আহ্ছানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ১৬-০ গোলে বিধ্বস্ত করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। আহ্‌ছানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে গোলে ভাসানোর পথে একাই ৫ গোল করেছে ম্যাচসেরা জাহিন মোহাম্মদ। একই ম্যাচে হ্যাটট্রিক করেছেন নোয়েল ত্রিপুরাও। সি-গ্রুপের চ্যাম্পিয়ন হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় খেলবে আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়া চূড়ান্ত পর্বে।  


ম্যাচসেরার পুরস্কার নিয়ে জাহিন বলেন, ‘আগামী ম্যাচগুলো আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলব। আমাদের লক্ষ্য ৫ লাখ টাকা।’ অধিনায়ক শোভন ত্রিপুরা বলেন, ‘আমরা কোনো দলকেই ছোট মনে করি না। আমরা আজকে দুটি বড় ব্যবধানে জিতেছি। এই অভিজ্ঞতা কাজে লাগাব ঢাকায় খেলার জন্য। এ জন্য আরও বেশি পরিশ্রম করব।’

ম্যাচসেরার পুরস্কার হাতে জাহিন

রাজশাহীর চূড়ান্ত পর্বের এ ম্যাচে পাঁচ মিনিটের মাথায় গোল করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিনায়ক শোভন ত্রিপুরা। ১০ মিনিটের মাথায় গোল করেন নোয়েল। এভাবে প্রথমার্ধ তারা এগিয়ে যায় ৮-০ গোলে। প্রথমার্ধেই হ্যাটট্রিক করেন নোয়েল ত্রিপুরা। এরপরই অবশ্য তুলে নেওয়া হয় নোয়েলকে। তাঁর জায়গায় নামানো হয় জাহিনকে। আর নেমেই গোলের খাতায় নাম লেখান জাহিন।

দারুণ ছন্দে থাকা জাহিদ একে একে আহ্‌ছানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জালে বল জড়ান ৫ বার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আগ্রাসী ফুটবলের বিপরীতে আহ্ছানিয়া মিশনের খেলোয়াড়েরা খুব একটা সুযোগ তৈরি করতে পারেননি। এমনকি রক্ষণাত্মক ফুটবল খেলেও একের পর এক গোল হজম করেছে তারা। এর মধ্যে দ্বিতীয়ার্ধে একটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি দলটি।

রাজশাহী পর্বের খেলায় সকাল থেকেই দর্শক ছিলেন। গ্যালারিতে বসে খেলোয়াড়দের তাঁরা উৎসাহ-সমর্থন দিয়েছেন। গ্যালারিতে বসে গলা ফাটিয়ে উল্লাস-চিৎকার করেছেন তাঁরা।

আহ্‌ছানিয়া মিশনকে উড়িয়ে দিল রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহীর চূড়ান্ত পর্বে ম্যাচসেরার পুরস্কার তুলে দেন জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক মো. সাইদুল ইসলাম, ইস্পাহানি টি লিমিটেডের সিনিয়র ডিভিশনাল ম্যানেজার সত্য নারায়ণ ভৌমিক। এ সময় পুরস্কার মঞ্চে ছিলেন প্রথম আলোর রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ।

এর আগে সকাল সাড়ে আটটায় রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে রাজশাহী অঞ্চলে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়েরা উপস্থিত হন। তাঁদের নিয়ে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকাসহ অন্যান্য পতাকা উত্তোলন করেন অতিথিরা। সঙ্গে ওড়ানো হয় বর্ণিল বেলুন।

ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের রাজশাহী পর্বের উদ্বোধন হয়েছে আজ

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহ্ছানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শহীদুল ইসলাম, জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক মো. সাইদুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক আমিরুল ইসলাম, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক রবিউল ইসলাম, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব গৌতম কুমার সরকার, প্রথম আলোর রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ। উপস্থিত ছিলেন ইস্পাহানি টি লিমিটেডের সিনিয়র ডিভিশনাল ম্যানেজার সত্য নারায়ণ ভৌমিক।

প্রথম আলোর আয়োজনে ও ইস্পাহানি গ্রুপের পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট ৪২টি বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম পর্বের সমাপ্তির পর আজ বৃহস্পতিবার রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে রাজশাহী পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। ২৩ নভেম্বর খুলনার জেলা স্টেডিয়ামে খুলনা পর্বের খেলা হবে। এরপর ২৭ নভেম্বর ঢাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে শুরু হবে ঢাকার আঞ্চলিক পর্বের খেলা।

একই ভেন্যুতে চূড়ান্ত পর্ব শুরু হবে ৫ ডিসেম্বর। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে পাঁচ লাখ টাকা এবং রানার্সআপ দল পাবে তিন লাখ টাকা পুরস্কার। আয়োজনটির সম্প্রচার সহযোগী এটিএন বাংলা। গত বছর ‘ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের প্রথম আসরে ৩২টি দল অংশ নিয়েছিল। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল গণ বিশ্ববিদ্যালয়। তবে এবারই রাজশাহী অঞ্চলে প্রথমবারের মতো টুর্নামেন্টটি খেলা হচ্ছে।