লেবাননের বিপক্ষে জয়ের বিশ্বাস কাবরেরা–জামাল দুজনেরই
লেবাননের বিপক্ষে জয়ের বিশ্বাস কাবরেরা–জামাল দুজনেরই

বিশ্বকাপ বাছাইপর্ব

লেবাননের বিপক্ষে জয়ের আশা জামাল–কাবরেরাদের

কাতারে পৌঁছে অনুশীলনে পরিবর্তন আনতে হয়েছে বাংলাদেশ দলকে। সেটি প্রতিপক্ষ লেবানন বলেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকায় খেলে যাওয়া ম্যাচে রক্ষণ নিয়েই কাজ করতে হয়েছে বেশি। কিন্তু এবার লেবাননের বিপক্ষে বাংলাদেশ খেলবে পূর্ণ ৩ পয়েন্টের জন্য।

দোহা থেকে বাফুফের এক ভিডিও বার্তায় অধিনায়ক জামাল ভূঁইয়া আজ সেটিই বলেছেন, ‘অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচের কৌশল ছিল এক রকম, আর লেবানন পুরোপুরি অন্য রকম দল। অনুশীলনে সে কারণে কিছুটা বদল আনতে হয়েছে। তবে কাল আমরা লেবাননের সঙ্গে জেতার জন্যই মাঠে নামব।’

আজ দোহার খলিফা স্টেডিয়ামে অনুশীলনে বাংলাদেশ দল

জামাল যে ‘জয়ের’ কথা বলছেন, সেটা বলার বিশ্বাস তৈরি হওয়ার কারণও আছে। গত এক বছরে লেবাননের বিপক্ষে এটি বাংলাদেশের তৃতীয় ম্যাচ। তাদের শক্তি ও দুর্বলতা সম্পর্কে বাংলাদেশের খেলোয়াড়দের ভালোই জানা। বিশ্বাসটা আরও পোক্ত হয়েছে নভেম্বরে দেশের মাটিতে হোম ম্যাচে।

সহকারী কোচের সঙ্গে রাকিব হোসেন

১–১ গোলে ড্র হলেও সে ম্যাচটা জিততে পারত বাংলাদেশই। খেলার ধারার বিপরীতে গোল খেয়ে পিছিয়ে পড়া ম্যাচে শেখ মোরছালিনের দুর্দান্ত এক গোলে সমতায় ফিরেছিল বাংলাদেশ। সাম্প্রতিককালে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সেরা ম্যাচই ছিল সেটি। র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা কোনো দলের বিপক্ষে ড্র করে মাঠ ছাড়ার পরও কোচ হাভিয়ের কাবরেরার কণ্ঠে ছিল ৩ পয়েন্ট না পাওয়ার আক্ষেপ। জামাল সেসব মাথায় নিয়েই বলেছেন, ‘আমাদের দলের সবার বিশ্বাস আছে, লেবাননের বিপক্ষে আমরা ৩ পয়েন্ট পেতে পারি।’

খলিফা স্টেডিয়ামে অনুশীলনের একটি বিশেষ মুহূর্তে জামাল ভূঁইয়া

প্রতিপক্ষ নিয়ে অধিনায়কের পর্যবেক্ষণ, ‘লেবানন গত এক বছরে তিনজন কোচ বদল করেছে। এটাকে তাদের বড় দুর্বলতা বলে মনে করি। কোচ বদল মানেই দল অগোছালো অবস্থায় থাকবে। তাদের শক্তি ও দুর্বলতার জায়গাগুলো নিয়েও আলোচনা করেছি আমরা।’

বাংলাদেশের বিপক্ষে নিজেদের ‘হোম’ ম্যাচটি লেবানন নিজেদের মাঠে খেলতে পারছে না যুদ্ধ ও রাজনৈতিক সমস্যার কারণে। নিরপক্ষে ভেন্যু কাতারে খেলা হওয়াটা জামালদের জন্য একধরনের আশীর্বাদ। তিনি চান প্রবাসী বাংলাদেশিরা যেন মাঠে এসে দলকে সমর্থন দেন, ‘এ ম্যাচে আমাদের সমর্থন করতে প্রচুর বাংলাদেশি মাঠে উপস্থিত থাকবেন বলে আশা করি। আমি তাদের বলব, আপনারা সবাই মাঠে আসুন। আমাদের সমর্থন করুন।’

কাবরেরা আক্রমণাত্মক খেলার কৌশলই নিচ্ছেন

অধিনায়ক জয়ের কথা বলছেন। জয়ের কথা বলছেন কোচ হাভিয়ের কাবরেরাও। জয় না হলেও কাবরেরার আশা অন্তত এই ম্যাচটা বাংলাদেশ হারবে না, ‘আমরা শক্তিশালীয় অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলে এই ম্যাচটা খেলছি। আশা করছি, আমরা ভালো খেলব। বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের গ্রুপের শেষ খেলাটা আমরা ইতিবাচকভাবে শেষ করতে চাই। ম্যাচটা ৩ পয়েন্টের জন্যই খেলতে নামব। জিততে না পারলেও ম্যাচটা যেন ড্র হয়, সেই লক্ষ্যেই খেলব।’

এশিয়ান কাপের বাছাইপর্বে ভালো একটা গ্রুপ পাওয়ার জন্যও এ ম্যাচটা জয় জরুরি বলে মনে করেন কাবরেরা, ‘আমরা এই ম্যাচটা জিততে চাই, শুধু ৩ পয়েন্ট পেতেই নয়, এ ম্যাচে জয় এশিয়ান কাপ বাছাইপর্বের ড্রয়ে আমাদের একটা ভালো অবস্থান দেবে।’

জয়ের আশা থাকলেও প্রতিপক্ষের প্রতি সমীহও আছে কাবরেরার, ‘এক বছরে লেবাননের বিপক্ষে তৃতীয় মোকাবিলা এটি। তাদের কোচ বারবার বদল হয়েছে। দলের খেলোয়াড়ও বারবার পরিবর্তিত হয়েছে। সুতরাং পরিকল্পনায় একটু সমস্যা তো হচ্ছেই। দলের খেলোয়াড়েরা শারীরিক দিক দিয়ে শক্তিশালী। কিছু খেলোয়াড় আছে, দারুণ স্কিল। তারা ব্যক্তিগত স্কিল দিয়ে ম্যাচে প্রভাব রাখতে পারে। তবে সত্যিই সত্যিই আমরা বিশ্বাস করি, লেবাননের বিপক্ষে ম্যাচটা আমরা জিততে পারি।’