জিনেদিন জিদান
জিনেদিন জিদান

বিতর্ক ভুলে ফুটবলে মনোযোগ দিতে বললেন জিদান

দুয়ারে কড়া নাড়ছে বিশ্বকাপ ফুটবল। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ক্রীড়া–দুনিয়ার এই মহাযজ্ঞ শুরু হওয়ার আর এক মাসও বাকি নেই। বিশ্বকাপ নিয়ে উন্মাদনা যেমন আছে, তেমন আছে বিতর্কও। কাতার বিশ্বকাপের আয়োজক হওয়ার পর থেকেই শুরু হয়েছিল এই বিতর্ক।

এরপর অভিবাসী শ্রমিকদের ওপর নিপীড়নসহ আরও অনেক অভিযোগ আছে আয়োজক দেশটির বিরুদ্ধে। তবে ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান ভক্তদের আহ্বান জানিয়ে বলেছেন সব বিতর্ক ভুলে এখন ফুটবলে মনোযোগ দিতে।

আগামী ২০ নভেম্বর থেকে শুরু হবে বিশ্বকাপ ফুটবল। সাবেক তারকা ফুটবলারসহ অনেকেই এরই মধ্যে কাতারে অনুষ্ঠেয় বিশ্বকাপ বয়কট করার ঘোষণা দিয়েছেন। তবে জিদান মনে করেন এই মুহূর্তে সব বিতর্ক ভুলে ফুটবলে মনোযোগ দেওয়া উচিত।

প্রস্তুত হচ্ছে কাতার

ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপ জয়ের নায়ক বলেছেন, ‘এখন সময় হচ্ছে সব বিতর্ক ভুলে যাওয়া এবং ফুটবলে মনোনিবেশ করা।’

মাঠের খেলায় মনোযোগ দেওয়ার আহ্বানের পাশাপাশি কাতার বিশ্বকাপে ফ্রান্সের সম্ভাবনা নিয়েও কথা বলেছেন জিদান। বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নদের এবারও ভালো সুযোগ দেখছেন রিয়াল মাদ্রিদের সাবেক কোচ।

নিজ দেশের সম্ভাবনা নিয়ে তিনি বলেছেন, ‘আমি আশা করি, ফ্রান্স অসাধারণ একটি বিশ্বকাপ কাটাবে। তবে আমি কাতার যাব কি না, সেটা এখনো জানি না।’

ফ্রান্সের ভালোই সুযোগ দেখছেন জিদান

বেশ কিছু দিন ধরে কোচিং থেকে দূরে আছেন জিদান। ২০২১ সালে রিয়াল ছাড়ার পর আর কোনো ক্লাবে যোগ দেননি। এর আগে ২০১৬ সালে কোচিংয়ে এসেই চমক দেখিয়েছিলেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। প্রথম মেয়াদে রিয়ালকে টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা এনে দিয়ে নাম লেখান ইতিহাসের পাতায়। দ্বিতীয়বার রিয়াল ছাড়ার পর আর কোচিংয়ে দেখা যায়নি তাঁকে।

তবে খুব শিগগির তাঁকে ডাগআউটে দেখার অপেক্ষা শেষ হবে বলে মন্তব্য করেছেন জিদান, ‘আমি খুব শিগগির ফিরে আসব। আর অল্প কিছু সময় অপেক্ষা করতে হবে। আবার কোচিং শুরু করা থেকে আমি আর খুব বেশি দূরে নেই।’