কিলিয়ান এমবাপ্পের সঙ্গে পিএসজির সম্পর্ক শীতল থেকে শীতলতর হচ্ছে। চুক্তি নবায়ন করার আর কোনো ইচ্ছা নেই—পিএসজিকে এমবাপ্পে চিঠি দিয়ে এটা জানিয়ে দেওয়ার পর তাঁকে বিক্রি করার জন্য উঠেপড়ে লেগেছে প্যারিসের ক্লাবটি। পিএসজিকে নিয়ে এমবাপ্পের চিন্তাভাবনাও ইতিবাচক নয়।
সম্প্রতি ফ্রান্স ফুটবলকে দেওয়া এক সাক্ষাৎকারে এমবাপ্পে পিএসজি আর নিজের সম্পর্কে অনেক কথা বলেছেন। সেই সাক্ষাৎকারের এক জায়গায় তিনি বলেছেন, ‘মনে হয় পিএসজিতে খেলে আমার কোনো লাভ হবে না। কারণ, এ দলটায় ঐক্য নেই। হ্যাঁ, অবশ্যই, এর ফলে অনেক রটনা তৈরি হয়, তবে এগুলো আমাকে খুব বেশি ভাবায় না।’
এমবাপ্পের এ কথার প্রতিক্রিয়া দেখিয়েছেন তাঁর পিএসজির সতীর্থরা। ফ্রান্সের সংবাদমাধ্যম আরএমসি স্পোর্তের খবর অনুযায়ী, দলে নতুন আসা দুজনসহ পিএসজির ছয়জন খেলোয়াড় পিএসজির চেয়ারম্যান নাসের আল খেলাইফির সঙ্গে দেখা করেছেন। এমবাপ্পের মন্তব্যে তাঁরা যে খুশি নন, সেটা বুঝিয়েছেন খেলাইফিকে। পিএসজির সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পের প্রতি তাঁর সতীর্থদের অসন্তোষের বহিঃপ্রকাশ এটাই প্রথম।
এমবাপ্পের এ মন্তব্য ভালো লাগার কথা নয় পিএসজির কারোরই। আরএমসি স্পোর্ত জানতে পেরেছে, এমবাপ্পের এই মন্তব্যকে পিএসজির এক খেলোয়াড় ‘ক্লাবের প্রতি অপমান’ হিসেবে দেখেছেন। খেলাইফিও নাকি এ মন্তব্যকে দেখছেন, ‘পিএসজি স্কোয়াডের সব সদস্যদের প্রতি শ্রদ্ধার অভাব’ হিসেবে।