গারনাচোর অবিশ্বাস্য গোল
গারনাচোর অবিশ্বাস্য গোল

গারনাচোর ‘রোনালদো’ উদ্‌যাপন দেখে নিজেকে খুন করতে ইচ্ছা করেছে এই আর্জেন্টাইনের

প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড বনাম এভারটন ম্যাচের শুরুতেই দুর্দান্ত এক গোলে সবাইকে চমকে দেন আলেহান্দ্রো গারনাচো। ম্যাচের ৩ মিনিটের মাথায় বক্সের ভেতর থেকে ওভারহেড কিকে অবিশ্বাস্য এক গোল করেন এই আর্জেন্টাইন তরুণ। এই গোলের পর আলোচনায় গারনাচো।

অনেকেই এই গোলকে প্রিমিয়ার লিগ ইতিহাসের অন্যতম সেরা গোল বলেও স্বীকৃতি দিয়েছেন। বল জালে জড়ানোর পরের মুহূর্ত থেকেই এর সঙ্গে তুলনা হচ্ছে ওয়েইন রুনি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর ওভারহেড কিকে করা গোলের সঙ্গে।

শুধু অবশ্য গোল নিয়েই নয়, এই গোলের পর আরও একটি বিষয় নিয়ে আলোচনা চলছে। সেটি হচ্ছে গারনাচোর গোল উদ্‌যাপন। গোলটি করার পর কর্নার ফ্ল্যাগের কাছাকাছি জায়গায় গিয়ে রোনালদোর ‘সিউ’ উদ্‌যাপনের ধরনের পুনরাবৃত্তি করেন গারনাচো। এই আর্জেন্টাইন তারকাকে এর আগেও ‘সিউ’ উদ্‌যাপন করতে গেছে। এমনকি রোনালদো যে তাঁর আদর্শ, তা–ও প্রকাশ্যে জানাতে দ্বিধা করেননি এই আর্জেন্টাইন।

কিন্তু দুর্দান্ত সেই গোলের পর রোনালদোর মতো করে উদ্‌যাপন মানতে পারছেন না অনেক আর্জেন্টাইন সমর্থক। এমনকি আর্তুরো ভিদালের মতো খেলোয়াড়ও গারনাচোর উদ্‌যাপনের সমালোচনা করেছেন। এবার গারনাচোর এই উদ্‌যাপন নিয়ে কথা বলেছেন তরুণ আর্জেন্টাইন ফুটবলার আগুস্তিন গিয়াই। এমন দুর্দান্ত গোলের পর গারনাচোকে রোনালদোর মতো করে উদ্‌যাপন করতে দেখে গিয়াইয়ের নাকি নিজেকেই খুন করে ফেলতে ইচ্ছা করেছে।

প্রিমিয়ার লিগে গতকাল এভারটনের বিপক্ষে ওভারহেড কিকে অবিশ্বাস্য গোলের পর ক্রিস্টিয়ানো রোনালদোর মতো উদ্‌যাপন করেছেন গারনাচো

সমবয়সী ও সতীর্থ গারনাচোর উদ্‌যাপন নিয়ে সান লরেনসোর এই মিডফিল্ডার বলেছেন, ‘সে দুর্দান্ত একটি গোল করল এবং উদ্‌যাপন করল ক্রিস্টিয়ানোর মতো। আমার নিজেকে খুন করে ফেলতে ইচ্ছা করছিল। তার এটা লিওর (মেসি) মতো করে করা উচিত ছিল।’ গোলের উদ্‌যাপনের পর নিজের জাতীয় দলে খেলার ইচ্ছার কথাও বলেছেন গিয়াই। তিনি বলেছেন, ‘আমার আশা স্কালোনি আমাকে ডাকবেন। সেটা আমার জন্য দারুণ ব্যাপার হবে।’

এর আগে গারনাচোর উদ্‌যাপন নিয়ে চিলির মিডফিল্ডার ভিদাল বলেছিলেন, ‘এই গোলের একমাত্র খারাপ দিক হচ্ছে কিংবা আমি যা বুঝতে পারিনি তা হলো সে কেন ক্রিস্টিয়ানোর মতো উদ্‌যাপন করল? তার নিজের নামকে প্রতিষ্ঠা করা উচিত। সে এখনই দারুণ একজন খেলোয়াড়। এটা ভালো ব্যাপার যে রোনালদো তার আদর্শ, কিন্তু তাকে তার নিজের নামকে প্রতিষ্ঠা করা উচিত।’ এ সময় অন্যভাবে গোল উদ্‌যাপনের পরামর্শও দেন ভিদাল।

এর মধ্যে অবশ্য রোনালদোকে পছন্দ করার কারণে মেসি গারনাচোকে সামাজিক যোগাযোগমাধ্যমে আনফলো করেছেন বলেও শিরোনাম হয়। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার রিও ফার্দিনান্দই এই তথ্য সামনে আনেন।

তবে এই খবর অস্বীকার করেছেন গারনাচোর ভাই রবার্তো। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘ভুয়া। মেসি কখনো তাকে ফলো করত না। শুধু ঘৃণা ছড়ানোর জন্য এসব কাজ করা বন্ধ করুন। গারনা তাদের দুজনকেই ভালোবাসে এবং পছন্দ করে। আপনারা সেখানে দ্বৈরথ তৈরির চেষ্টা করছেন।’