ইন্টার মায়ামির হয়ে টানা ৫ ম্যাচে গোল করলেন মেসি
ইন্টার মায়ামির হয়ে টানা ৫ ম্যাচে গোল করলেন মেসি

মেসির খেলা দেখতে এসে যা বললেন স্কালোনি

৫ ম্যাচে ৮ গোল। ইন্টার মায়ামিতে গিয়ে লিওনেল মেসির ক্লাব ফুটবলের সুদিন যে ফিরে এসেছে, তা বলাই যায়। পিএসজিতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলা মেসিকে এখন দেখা যাচ্ছে বিধ্বংসী রূপে। ইন্টার মায়ামির আজ লিগস কাপের সেমিফাইনালে ওঠার ম্যাচে মেসি গোল করেছেন ৮৬ মিনিটে। তাঁর গোলের পর শার্লটের বিপক্ষে ইন্টার মায়ামি জিতেছে ৪-০ গোলে। মায়ামির জয় ও মেসির পারফরম্যান্স দর্শক সারিতে বসে উপভোগ করেছেন আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি। ইন্টার মায়ামিতে মেসিকে উপভোগ করতে দেখছেন বলে মন্তব্য করেছেন বিশ্বকাপজয়ী এই কোচ। ইন্টার মায়ামির মালিক ডেভিড বেকহামের সঙ্গে আড্ডা দিতেও দেখা গেছে স্কালোনিকে।

বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ও কোচ লিওনেল স্কালোনি

মেসি-স্কালোনি যুগলবন্দীতে ৩৬ বছর পর বিশ্বকাপ শিরোপা পুনরুদ্ধার করেছে আর্জেন্টিনা। মেসিকে ঘিরে ২০২৬ সালেও স্বপ্ন বোনার কথা বলেছেন আর্জেন্টাইন এই কোচ। মেসির সঙ্গে তাঁর মিথস্ক্রিয়া এতটাই ভালো যে মেসির ইন্টার মায়ামি অধ্যায়ের সাক্ষী হতে তিনি পরিবার নিয়ে যুক্তরাষ্ট্র চলে এসেছেন। নতুন ক্লাব ও পরিবেশে কেমন দেখছেন মেসিকে, জানতে চাইলে স্কালোনি বলেছেন, ‘আমি এখানে পরিবার নিয়ে লিওকে (মেসি) দেখতে এসেছি। আমি তাকে এখানে খুব খুশি দেখছি। সে অন্যদের তুলনায় অনেক ভিন্নভাবে কাজগুলো করে।’

ইন্টার মায়ামিতে জীবন ও ফুটবল দুটোই উপভোগ করছেন মেসি

ইন্টার মায়ামিতে গিয়ে মেসির সুখে থাকার মতো অনেক ঘটনায় অবশ্য এর মধ্যে ঘটেছে। ক্লাবে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক। তাঁকে ঘিরেই খেলছে গোটা দল। যুক্তরাষ্ট্রের ফুটবলও তাঁর ছোঁয়ায় জেগে উঠেছে। তাঁর জন্য কোনো ভক্ত চাকরি হারাতে দ্বিধা করছেন না, আবার কোনো ভক্ত যাচ্ছেন জেলে। কেউ আবার গাল বাড়িয়ে দিয়ে মেসির কাছ থেকে চুমুও আদায় করে নিচ্ছেন। এমন উৎসবমুখর পরিবেশে একের পর এক গোলও করে চলেছেন মেসি। এমনকি উদ্‌যাপনেও মেসি এনেছেন নতুনত্ব। থর, ব্ল্যাক প্যানথার ও স্পাইডার-ম্যানের অনুকরণে উদ্‌যাপন করে উন্মাদনা আরও বাড়িয়ে দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।