ভায়োকানোর কাছে আরও একবার পয়েন্ট হারাল রিয়াল
ভায়োকানোর কাছে আরও একবার পয়েন্ট হারাল রিয়াল

এমবাপ্পেহীন রিয়ালের ভায়েকানোর সঙ্গে ৩–৩ গোলের ড্র

ম্যাচটি ভায়োকাসে, রিয়াল মাদ্রিদের জন্য এটাই ছিল শঙ্কার। রায়ে ভায়েকানোর এই মাঠে আজকের আগে সর্বশেষ চার ম্যাচের তিনটিতেই পয়েন্ট হারিয়েছে রিয়াল। সেই শঙ্কা নিয়েই এবারও যদি রিয়াল ভায়োকাসে গিয়ে থাকে, শুরুতে সেটা আরও একবার তাদের সেটা ঘিরে ধরার কথা। কারণ, এই ম্যাচে যে ৪ মিনিটেই পিছিয়ে পড়ে তারা। ৩৬ মিনিটে ব্যবধান ২–০ করে ভায়েকানো।

প্রথমার্ধেই ৬ মিনিটের দুর্দান্ত এক স্পেলে ফেদেরিকো ভালভের্দে ও জুড বেলিংহামের দুই গোলে সমতায় ফেরে রিয়াল। পরে রদ্রিগোর গোলে এগিয়েও যায় তারা। কিন্তু শেষ পর্যন্ত ৩–৩ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে রিয়ালকে। এই ড্রয়ের  পর ১৭ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে স্প্যানিশ লা লিগায় দ্বিতীয় স্থানে আছে রিয়াল। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।

ম্যাচের ৪ মিনিটেই ভায়েকানোকে এগিয়ে দেন উনাই লোপেজ। ভায়েকানো ব্যবধান দ্বিগুণ করে ৩৬ মিনিটে আবদুল মুমিনের গোলে। ২–০ গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি রিয়াল। চোটের কারণে কিলিয়ান এমবাপ্পে না থাকলেও রদ্রিগো–আর্দা গুলের–জুড বেলিংহামদের সমন্বয়ে গড়া আক্রমণভাগ বারবার আছড়ে পড়ছিল ভায়েকানোর রক্ষণে।

আক্রমণাত্মক এ ফুটবলের ফল দ্রুতই পায় রিয়াল। ৩৯ মিনিটে গুলেরের পাস থেকে প্রায় ৩৫ গজ দূর থেকে বুলেট গতির এক শটে ব্যবধান ১–০ করেন রিয়ালের উরুগুইয়ান ফরোয়ার্ড ভালভের্দে। প্রথমার্ধের শেষ মিনিটে রিয়াল ম্যাচে ফেরে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগোর ক্রস থেকে ইংলিশ মিডফিল্ডার বেলিংহামের দুর্দান্ত এক হেডে।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ভায়েকানোর রক্ষণে আক্রমণের ধার বাড়ায় রিয়াল। খুব দ্রুতই এর ফলও পেয়ে যায় তারা। ৫৬ মিনিটে রিয়ালকে এগিয়ে দেওয়া গোলটি করেন রদ্রিগো, তাঁকে সহায়তা করেন গুলের। কিন্তু লিড বেশিক্ষণ ধরে  রাখতে পারেনি রিয়াল। ৮ মিনিট পরই আবার ভায়েকানো সমতায় ফেরে ইসি পালাজোনের গোলে। শেষ পর্যন্ত ৩–৩ গোলের সমতা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে রিয়ালকে।